Virat Kohli: বিশ্বকাপ খেলার আশা শেষ কোহলির? ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্যকর খবর!
T20 World Cup 2024: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে কিন্তু তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে। কিং কোহলিকে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে না।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নেই বিরাট কোহলি (Virat Kohli)? প্রথম লাইনটা পড়েই যে কোনও ক্রিকেটপ্রেমীর মধ্যে শঙ্কা তৈরি হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকনকে ছাড়াই কি ভারতীয় দল (Indian Cricket Team) কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে খেলতে নামবে? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে কিন্তু তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে। কিং কোহলিকে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে না। বিসিসিআই বিষয়ে নাক গলাতে চাইছে না। পুরোটাই নির্ভর করছে নির্বাচক কমিটির ওপর। যেই কমিটির মাথায় রয়েছেন অজিত আগরকর। সূত্রের খবর, কোহলির সঙ্গে নাকি আগরকরের ব্যক্তিগত স্তরেও কথা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটি ম্য়াচেই খেলেননি বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ২ ম্য়াচে খেলেছিলেন। কিন্তু বিরাটকে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের স্কিম অফ থিংসে নাকি দেখছেন না নির্বাচকরা। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে চায় নির্বাচক মণ্ডলী। তাই বিরাট কোহলিকে নাকি জায়গা ছেড়ে দেওয়ার আর্জিও করা হয়েছে। তবে এখনই সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই টুর্নামেন্টে যদিও বড় রকমের কোনও পারফরম্য়ান্স করেন কোহলি, তবেই একমাত্র স্কোয়াডে সুযোগ মিলতে পারে প্রাক্তন ভারত অধিনায়কের। নইলে কিন্তু বলাই যায় যে কোহলির বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ।
কোহলিকে স্কোয়াডের বাইরে রাখার কারণ হিসেবে আরও যে একটি বিষয়ে উঠে আসছে, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানকার উইকেট সাধারণ স্লো উইকেট হয়ে থাকে। আর স্লো উইকেটে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। চিপকের স্লো উইকেটেও বিরাটের রেকর্ড একেবারেই আহামরি নয়। তাই কিং কোহলিকে দলের বাইরে রাখার ভাবনা রেখেছেন নির্বাচকরা।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার আগে সব দলই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে অনুশীলন শুরু করল। নেটে বল হাতেও দেখা গেল হার্দিককে। এমনকী সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকেও দেখা গেল দুরন্ত ছন্দে। নেটে বল হাতে নিঁখুত ইয়র্কারে স্ট্যাম্প ভেঙে দিলেন। রোহিত শর্মাকে অবশ্য এদিনের অনুশীলনে দেখা গেল না। আগামী ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম আইপিএল ম্য়াচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।