পরপর তিনবার, উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বিরাট কোহলি
উইসডেন ক্রিকেটারদের বর্ষপঞ্জীতে ফের একবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে পরপর তিনবার। ২০১৬, ২০১৭, ২০১৮ একটানা তিনবার এই খেতাব জিতলেন বিরাট।
লন্ডন: উইসডেন ক্রিকেটারদের বর্ষপঞ্জীতে ফের একবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে পরপর তিনবার। ২০১৬, ২০১৭, ২০১৮ একটানা তিনবার এই খেতাব জিতলেন বিরাট। এবছর বিরাটের সঙ্গেই এই শিরোপা জিতে নিয়েছেন ৪ ব্রিটিশ ক্রিকেটারও। ইংল্যান্ড ক্রিকেট দলের টামি বিউমন্ট, জস বাটলার, স্যাম কুরান ও ররি বার্নসকেও ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২০১৮ ক্রিকেট বর্ষে সব ধরণের ক্রিকেট মিলিয়ে মোট ২ হাজার ৭৩৫ রান করেছেন বিরাট। এই কৃতিত্ব আর কোনও ব্যাটসম্যানই অর্জন করতে পারেননি। বিরোটের আগে ভারতীয় হিসেবে বীরেন্দ্র সহবাগ পরপর ২ বার (২০০৮, ২০০৯) উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন। সচিন তেন্ডুলকর উইসডেন ক্রিকেটার অব দ্য ইয়ার শিরোপা জিতেছিলেন ২০১০ সালে।
Congratulations to the Wisden Five Cricketers of the Year 2019.@Tammy_Beaumont @roryburns17 @josbuttler @CurranSM @imVkohli #wisden2019 #Cricket https://t.co/UbTUV0WYKX pic.twitter.com/ZuDaYnuOvo
— Wisden Almanack (@WisdenAlmanack) April 10, 2019
গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও কোহলি ছিলেন একা কুম্ভ। স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড, মইন আলিদের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে কোহলি করেছিলেন ৫৯৩ রান। তাঁর গড় ছিল ৫৯.৩। সিরিজ সেরাও হয়েছিলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, বিরাট কোহলির পাশাপাশি মহিলা বিভাগে পুরষ্কৃত হয়েছেন ভারতী মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনাও। বর্ষসেরা মহিলা ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টিতে এই বাঁ হাতির পারফরম্যান্স নজর কেড়েছিল ক্রিকেট বিশ্বের। মহিলাদের সুপার লিগেও দারুণ পারফর্ম করেছিলেন এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি ফরম্যাটে উইসডেন বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা জিতে নিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। গত বছরে ২২টি উইকেট শিকার করেছেন তিনি। তার সঙ্গে আইপিএল-ও ২১টি উইকেট রয়েছে তাঁর।