ICC Mens Cricketer 2023: স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত বিরাট, তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়
ICC Mens Cricketer Of The Year 2023: বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড। তাঁর দুরন্ত শতরানের ওপর নির্ভর করেই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।
মুম্বই: স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হলেন বিরাট কোহলি। পুরুষদের ক্রিকেটে ২০২৩ বছরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাটও রয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে যে চারজনের নাম মনোনীত করা হয়েছে। বিরাট কোহলি ছাড়াও তালিকায় রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড। তাঁর দুরন্ত শতরানের ওপর নির্ভর করেই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। গত বছর ৩১টি ম্যাচ খেলে মোট ১৬৯৮ রান করেছিলেন হেড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন হেড। ওয়ান ডে ফর্ম্যাটে ৫৭০ রানের মধ্যে ৩২৯ রানই হেড করেছেন বিশ্বকাপে।
View this post on Instagram
বিরাট কোহলি চলতি বছরেই বর্ডার-গাওস্কর ট্রফিতে দুরন্ত ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। যা ছিল ২০১৯ সালের পর প্রথম টেস্ট সেঞ্চুরি কিং কোহলির। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। টুর্নামেন্টে ১১টি ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৭৬৫ রান, যার মধ্যে ছিল ৬টি অর্ধশতরান এবং তিনটি শতরান। ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ৫০ সেঞ্চুরির মালিকও হয়েছেন বিরাট সচিনকে টেক্কা দিয়ে। এছাড়া সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি ভেঙেছেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেহয়াগের রেকর্ডও।
অন্যদিকে, জাডেজার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ব্যাট-বলে দলকে ভরসা জুগিয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। বল হাতে ৬৬ উইকেট তুলেছেন জাডেজা। এমনকী ব্যাট হাতেও ৬১৩ রান করেছেন মােট ৩৫ ম্যাচ খেলে। বর্ডার গাওস্কর ট্রফিতে ২২ উইকেট নিয়েছিলেন।
২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতা কামিন্স ২০২৩ সালে বোলিংয়ের পাশাপাশি অধিনায়কত্বে উজ্জ্বল ছিলেন। তাঁর নেতৃত্বে জুনে ওভালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। পাঁচ মাস পর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একই দলকে হারিয়ে জেতে ওয়ান ডে বিশ্বকাপ। মাঝে ইংল্যান্ডে অ্যাশেজ ড্র করে অস্ট্রেলিয়া। দলগত তিনটি বড় সাফল্যের পাশাপাশি টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পুরো বছরে মোট ৫৯টি উইকেট নেন কামিন্স।