Virat Kohli PC Highlights: পন্থ থেকে সিরাজ, সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যু নিয়ে কী বললেন বিরাট?
Virat Kohli PC Highlights: এরপরই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। এরপরই বিতর্ক দানা বাঁধে। এরপর ম্যান্ডেলার দেশে চলে আসার পর একবারের জন্যও সাংবাদিকদের সামনে আসেননি তিনি।
কেপটাউন: আগেই ঠিক ছিল যে সাংবাদিক বৈঠকে আসতে চলেছেন তিনি। সেই মত তিনি এলেন। আর কেপটাউন টেস্টের আগে একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে উড়ে আসার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিরাট। এরপরই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। এরপরই বিতর্ক দানা বাঁধে। এরপর ম্যান্ডেলার দেশে চলে আসার পর একবারের জন্যও সাংবাদিকদের সামনে আসেননি তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন বিরাট। দেখে নেওয়া যাক-
কোহলির ফিটনেস
বিরাট: আমি একদম ফিট। কালকের ম্যাচে খেলতে কোনো অসুবিধে নেই। নেটেও ছন্দে ছিলাম। ম্যাচেও আশা করি ভাল পারফর্ম করতে পারব।
পন্থের শট নির্বাচন
বিরাট: আমি মনে করি ঋষভ পন্থ তার ভুল থেকে শিখবে এবং একজন ভাল ক্রিকেটার হিসেবে বেরিয়ে আসবে। আমরা ওর সঙ্গে কথা বলেছি। আমি নিশ্চিত যে সে একজন পরিণত ক্রিকেটার। দ্রুত ভুল শুধরে নেবে ও।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ৯৭ টি টেস্ট খেলেছিলেন বিরাট। এখানে দ্বিতীয় টেস্ট যদি তিনি মাঠে নামতেন তবে তা হল বিরাটের ৯৯ তম টেস্ট। সেক্ষেত্রে আগামীকাল থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্ট হত কোহলির শততম টেস্ট। কিন্তু জোহানেসবার্গ টেস্ট না খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু হতে চলা টেস্ট হতে চলেছে তাঁর ৯৯ তম টেস্ট। দেশের মাটিতেই নিজের শততম টেস্ট খেলবেন বিরাট।
আরও পড়ুনঃ সিরিজ জয় লক্ষ্য, কিন্তু কেপটাউনে ভারতের রেকর্ড কী বলছে?