Virat Kohli: ভারোত্তোলকদের মতো প্রস্তুতি কোহলির! ভিডিও দেখলে চমকে উঠবেন
BCCI: বিরাট কোহলি (Virat Kohli) এশিয়া কাপের আগে নিজেকে ডুবিয়ে রেখেছেন ফিটনেস চর্চায়। জিমে ভারোত্তোলকদের মতো ওজন তুলছেন কিংগ কোহলি!
মুম্বই: তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) ফিটনেস চর্চার বিবর্তন হয়েছিল। ক্রিকেটারদের যে শুধু দক্ষতা থাকলেই হয় না, শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকতে হয়, সেই বিশ্বাস গেঁছে দিয়েছিলেন। সেই বিরাট কোহলি (Virat Kohli) এশিয়া কাপের আগে নিজেকে ডুবিয়ে রেখেছেন ফিটনেস চর্চায়। জিমে ভারোত্তোলকদের মতো ওজন তুলছেন কিংগ কোহলি!
নিজের ফিটনেস চর্চার একটি ভিডিও বুধবার পোস্ট করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে কোহলি ওজন তুলছেন। ভারোত্তোলকদের মতো করে চলছে তাঁর ট্রেনিং।
এশিয়া কাপের (Asia Cup 2022) মতো মেগা প্রতিযোগিতায় আগ্রাসী 'কিংগ কোহলি'-কে কি দেখা যাবে? তবে প্রস্তুতিতে খামতি রাখছেন না টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। জিমে অনেকটা সময় ঘাম ঝরালেন তিনি। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
প্রায় তিন বছর হয়ে গেল তিনি সেঞ্চুরি পাননি। এমনকী, টি-টোয়েন্টিতেও ইদানীং ভাল পারফরম্যান্স করতে পারছেন না। চলতি বছর এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মাত্র চারটি ম্যাচ খেলেছেন। মোট রান মাত্র ৮১। স্ট্রাইক রেট ১২৮.৫৭। স্বভাবতই ছন্দহীন বিরাটের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজেও রানের মুখ দেখেননি বিরাট। এরপর থেকে বিশ্রামে ছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। যদিও এশিয়া কাপের দলে তাঁকে রাখা হয়েছে। ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ভারত অভিযান শুরু করবে ২৮ অগস্ট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল।
🏋️♂️🫶 pic.twitter.com/NOvAD9uutT
— Virat Kohli (@imVkohli) August 17, 2022
কোহলি বনাম বাবর
বিরাট কোহলি বনাম বাবর আজম। বিশ্ব ক্রিকেটের ২ তারকা ব্যাটারের মধ্যে কে এগিয়ে, তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলতেই থাকে। বয়স, অভিজ্ঞতা, রানের বিচারে প্রাক্তন ভারত অধিনায়ক অনেক এগিয়ে থাকলেও, অনেকেই মনে করছেন যে পাকিস্তান অধিনায়কের সাম্প্রতিক ফর্ম ও ধারাবাহিকতা বিরাটের সমকক্ষ। যদিও বিরাটের এই মুহূর্তে ব্যাডপ্যাচ চলছে। তবে জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা বিরাট বনাম বাবর ইস্যুতে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
কী বলছেন সিকান্দার রাজা?
কে সেরা বাবর না বিরাট? ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে নামার আগে সিকান্দার রাজা এই প্রশ্নের উত্তরে বলেন, ''বিরাট একজন অল ফরম্যাটের খেলোয়াড়। আমি বিরাটকে টাইগার উডস এবং মহম্মদ আলির মতো একই সারিতে রাখতে চাই, এই মানুষগুলো তাঁদের খেলায় বিপ্লব এনেছিল। নতুন কিছু করার চেষ্টা করে তাঁরা। যা সবাই অনুসরণ করেছিল। খেলাধুলোর ক্ষেত্রে ফিটনেস একটা বড় ইস্যু। আর বিরাট এই বিষয়টাতেই তরুণ প্রজন্মকে বারবার উৎসাহিত করে গিয়েছেন।''
বিরাটের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে সিকান্দার রাজা বলেন, ''আমার মনে হয় না যে আমি বিরাটের ব্যাটিং নিয়ে কিছু বলার যোগ্য। আমি অতটা অভিজ্ঞও নই। কারণ একটা মানুষ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ১৬-২০ হাজার রান করে, তখন তাঁকে নিয়ে সমালোচনা করা মানায় না। আমার মনে হয় মানুষের ওঁকে নিয়ে সমালোচনা না করে চুপ থাকা উচিৎ। এই সময় বিরাটকে শান্তিতে থাকতে দেওয়া উচিত।''
আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হচ্ছেন, জানিয়ে দিল শাহরুখ-জুহির দল