এক্সপ্লোর
Advertisement
ভারতের পরবর্তী কোচ নির্বাচনে বিরাটের মতামত থাকবে না, খবর বিসিসিআই সূত্রে
বিসিসিআই সূত্রে আরও খবর, এবার আর প্রধান কোচকে সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে না।
নয়াদিল্লি: কপিল দেবের নেতৃত্বাধীন অ্যাড হক কমিটি যদি ভারতীয় দলের পরবর্তী কোচ বাছাই করার বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমতি পায়, তাহলে অধিনায়ক বিরাট কোহলির কোনও মতামত থাকবে না। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই জানা গিয়েছে।
এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘শেষবার কোচ বাছাইয়ের সময় অধিনায়ক জানিয়েছিলেন, প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে নিয়ে তাঁর ও দলের সমস্যা আছে। তবে এবার নতুন কোচ বাছাইয়ের বিষয়ে অধিনায়কের কোনও মতামতই থাকবে না। এবার কোচ বাছাই কমিটিতে আছেন কপিল দেব। তিনি বিরাটের কথা শুনবেন না।’
বিসিসিআই সূত্রে আরও খবর, এবার আর প্রধান কোচকে সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে না। নির্বাচকরাই সহকারী কোচ ও সাপোর্ট স্টাফ বেছে নেবেন। সাপোর্ট স্টাফ বাছাইয়ের আগেই যদি কোচ নিয়োগ হয়, তাহলে সাপোর্ট স্টাফের বিষয়ে কোচের মতামত নেওয়া হবে।
বিশ্বকাপের পরেই প্রধান কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি শেষ হয়ে গিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁদের সঙ্গে চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই নতুন কোচ নিয়োগ করতে চাইছে বিসিসিআই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement