এক্সপ্লোর
একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ৩০০ রান তোলার রেকর্ড গড়ল ভারত

পোর্ট অফ স্পেন: রবিবার আর একটা নজির গড়ল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি বাহিনী গতকাল চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১-০ এগিয়ে গিয়েছে। একইসঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ৩০০ বা তার বেশি রান তোলার রেকর্ড গড়ল ভারত। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কুইন্স পার্ক ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৪৩ ওভারে করে ৩১০ রান।এই নিয়ে এ পর্যন্ত ৯৬ বার ৩০০ বা তার বেশি রান তুলল ভারত। এক্ষেত্রে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত। উল্লেখ্য, একদিনের ম্যাচে ভারত প্রথম ৩০০ রান করে পাকিস্তানের বিরুদ্ধে শারজাতে ১৯৯৬ সালে। ৩০০ বা তার বেশি রান করার ক্ষেত্রে ভারতের পরই রয়েছে অস্ট্রেলিয়া (৯৫ বার), দক্ষিণ আফ্রিকা (৭৭ বার), পাকিস্তান (৬৮ বার), শ্রীলঙ্কা (৬২ বার), ইংল্যান্ড (৫৭ বার) এবং নিউজিল্যান্ড (৫১) বার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















