এক্সপ্লোর
নয়াদিল্লির মাদাম তুসোয় বিরাটের মোমের মূর্তি

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: নয়াদিল্লিতে মাদাম তুসো জাদুঘরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি উন্মোচিত হল। এর আগে এখানে লিওনেল মেসি, কপিল দেব, উসেইন বোল্টের মতো ক্রীড়াবিদদের মোমের মূর্তি উন্মোচিত হয়। এবার তাঁদের পাশাপাশি বিরাটের মূর্তিও অন্যতম আকর্ষণ হতে চলেছে। আজ নিজের মূর্তি উন্মোচিত হওয়ার পর এক বিবৃতিতে বিরাট বলেছেন, ‘আমার মূর্তি তৈরির জন্য যে পরিশ্রম এবং অবিশ্বাস্য কাজ করা হয়েছে, তার তারিফ করছি। এই অভিজ্ঞতার জন্য আমাকে বেছে নেওয়ায় মাদাম তুসো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভালবাসা ও সমর্থনের জন্য অনুরাগীদের কাছে আমি কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে। অনুরাগীদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
Come 6th of June, let’s play statue! 😉 Excited to be at #MadameTussauds 😃#TussaudsDelhi@MadameTussauds@tussaudsdelhi pic.twitter.com/074c3lQF0o
— Virat Kohli (@imVkohli) June 5, 2018
এই মূর্তি তৈরির জন্য মাদাম তুসোয় গিয়ে শিল্পীদের সামনে ‘সিটিং’ দিয়েছিলেন বিরাট। তাঁর ছবি ও শরীরের মাপ নিয়ে তৈরি করা হয়েছে মূর্তি। জাতীয় দলের জার্সি পরে ব্যাট হাতেই দেখা যাচ্ছে ভারতের অধিনায়ককে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















