এক্সপ্লোর
বাইশ গজে কোন খেলোয়াড়দের সঙ্গে ব্যাটিং সবচেয়ে পছন্দের জানালেন কোহলি
পিটারসেনের ইন্টারভিউতে কোহলি বলেছেন, রান নিতে দ্রুত দৌড়ন, এমন ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করতে তাঁর খুব ভালো লাগে।

নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্রিকেট সহ অন্যান্য খেলারও সমস্ত টুর্নামেন্টই বাতিল হয়ে গিয়েছে। অন্যান্যদের মতো খেলোয়াড়রাও এখন বাড়িতেই রয়েছেন। এরইমধ্যে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন ইনস্টাগ্রাম লাইভ চ্যাটের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ইন্টারভিউ নিয়েছেন। ওই সাক্ষাত্কারেই কোহলি জানিয়েছেন, কোন কোন ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মাারকুটে ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিং তাঁর পছন্দের বলে জানিয়েছেন কোহলি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন ডিভিলিয়ার্স। এই দলের অধিনায়ক কোহলি। পিটারসেনের ইন্টারভিউতে কোহলি বলেছেন, রান নিতে দ্রুত দৌড়ন, এমন ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করতে তাঁর খুব ভালো লাগে। এজন্য ভারতীয় দলে যখন ধোনির সঙ্গে এবং আইপিএলে যখন আরসিবি-র হয়ে ডিভিলিয়ার্সের সঙ্গে খেলেন, তখন তাঁদের কথাও বলতে হয় না।
বিশ্বে ফিল্ডিংয়ে ভারতীয় দলই সেরা বলে মন্তব্য করেছেন কোহলি। এই কালচার দলে কীভাবে গড়ে উঠল, তাও জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেছেন, এই পরিবর্তনের কেন্দ্র হয়ে ওঠাটা তাঁর কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। কোহলি বলেছেন, আমাদের খামতি কোথায় ও বিশ্বের অন্যান্য দল কী করছে, তা দেখে বুঝতে পারলাম, কী করতে হবে আমাদের। এই খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অনুরাগীদের কাছে আর্জি জানিয়েছেন কোহলি। এজন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তাও শেয়ার করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় আর্থিক অনুদানের অঙ্গীকারের কথাও জানিয়েছেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
