এক্সপ্লোর
দ্বিশতরান করেও ধোনিকে টপকাতে পারলেন না কোহলি

অ্যান্টিগা: অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান করে একাধিক নজির গড়েও প্রাক্তন টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকাতে পারলেন না বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি দেশের বাইরে টেস্টে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেও, এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ভারতীয় অধিনায়ক হতে পারলেন না। সেই রেকর্ড ধোনির দখলে। ২০১৪ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪ রান করেন ধোনি।
ধোনির রান টপকাতে ব্যর্থ হওয়া ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও দলের অধিনায়ক হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার নজিরও অল্পের জন্য গড়তে পারেননি কোহলি। এই রেকর্ড রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক লেন হাটনের (২০৫)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























