এক্সপ্লোর
Advertisement
পুনে টেস্ট চলাকালে ধোনিকে নিয়ে মজাদার মন্তব্য বীরুর
নয়াদিল্লি: অবসরের পর ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ চুটিয়ে কমেন্ট্রি করছেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব মেজাজেই বিভিন্ন মন্তব্য পোস্ট করছেন। কমেন্ট্রি বক্স হোক বা সোশ্যাল মিডিয়া, অনুরাগীদের মনোযোগ সর্বদাই বীরুকে ঘিরে।
এ কথা ঠিক, সোজাসাপটা নিজের মতামত জানাতে কখনই কসুর করেন না নজফগড়ের নবাব। লাইভ টিভি শো-তেও তাঁর দিকেই নজর থাকে সকলের। এরই একটি দৃষ্টান্ত দেখা গেল পুনেতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট চলাকালে।
ক্রিকেট কভারেজের সময় বীরু তাঁর প্রাক্তন সহখেলোয়াড় তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে মজাদার মন্তব্যের মাধ্যমে বিঁধলেন। ওই অনুষ্ঠানে আলোচনার সময় সুনীল গাওস্কর বলেন, ‘শুনেছি, ধোনিকে ফোন করলে ধরেন না’।
এর উত্তরে বীরু বলেন, ‘চেন্নাই সুপার কিংসের প্লেয়ার হলে তাঁর কাছ থেকে উত্তর পাওয়া যাবে’।
আসলে ধোনি টিমমেটদেরও ফোন ধরেন না বলেই খবর। ভিভিএস লক্ষ্মণ যখন অবসর নেন, তখন তিনি তাঁর বিদায়ী নৈশভোজে হায়দরাবাদে আসার জন্য ধোনিকে ফোন করেছিলেন। কিন্তু ধোনি সেই ফোন ধরেননি বলেই খবর।
সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার মতো চেন্নাই সুপার কিংসের প্লেয়ারদের ঘনিষ্ট হিসেবে পরিচিত ধোনি।এ কারণেই সম্ভবত ধোনিকে এভাবে খোঁচা দিলেন বীরু।
উল্লেখ্য, ধোনি ও বীরুর সংঘাত নিয়ে সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। কিন্তু বাস্তবে দুজনের সম্পর্ক খুবই মধুর। সম্প্রতি ধোনি সহবাগের স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement