বীরু ট্যুইটারের মাধ্যমে এভাবেই তাঁর মত স্পষ্ট কথায় ব্যক্ত করেন। তাঁর ট্যুইটগুলি বেশ জনপ্রিয় হয়।
2/6
এই ট্যুইটের জবাব নিজস্ব ঢঙেই দিয়েছেন সহবাগ। ওই পাক নাগরিককে তীক্ষ্ণ বাক্যবাণ হেনে বীরুর ট্যুইট, ‘বিশ্বকাপে তোমাদের ভারতকে হারানোর স্বপ্নের মতো। কুকুর-বিড়াল পুষতে পারো, কিন্তু ভুল ধারণা পোষণ কোর না’।
3/6
সহবাগের এই ট্যুইটের জবাবে এক পাক নাগরিক ফারহান জারুর ট্যুইট করে লেখে, ‘তোমাদের কি বুদ্ধি নেই? চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বের হয়নি। আন্তর্জাতিক আদালত স্থগিতাদেশ দিয়েছে। তোমরা যেখানেই যাও আমরা ফাঁসিতে ঝোলাব’।
4/6
আন্তর্জাতিক আদালতের রায়ের পর বীরু তাঁর প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেন- ‘সত্যমেব জয়তে’।
5/6
আন্তর্জাতিক আদালতের রায়ের পর সারা দেশে স্বস্তি এসেছে। সোশ্যাল মিডিয়াতেও সন্তোষ প্রকাশ করছেন ভারতীয়রা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগও এ ব্যাপারে ট্যুইটারে তাঁর সন্তোষ ব্যক্ত করেছেন। কিন্তু তাঁর এই ট্যুইটের জবাবে এক পাকিস্তানি নাগরিক কুলভূষণ মামলার রায় নিয়ে যে মন্তব্য করে সহবাগ তার কড়া জবাব না দিয়ে থাকতে পারেননি।
6/6
আন্তর্জাতিক আদালতে আজ ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদব মামলায় বড়সড় সাফল্য পেয়েছে ভারত। মুখ পুড়েছে পাকিস্তানের। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত রাখতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। উল্লেখ্য,গুপ্তচরবৃত্তির ভুয়ো অভিযোগে কুলভূষণকে ফাঁসির সাজা দিয়েছে সে দেশের সামরিক আদালত। ওই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত।