Laxman As NCA Chief: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ
Laxman As NCA Chief: এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন লক্ষ্মণ। এছাড়াও বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন তিনি।
মুম্বই: এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির প্রাধন হিসেবে নিযুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ করা হয়েছে। এরপরই লক্ষ্মণ অথবা কুম্বলের মধ্যে কোনও একজনকে এনসিএর দায়িত্ব দেওয়া হোক এমনটাই দাবি উঠেছিল। অবশেষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণকেই এই পদের জন্য চূড়ান্ত করা হল। লক্ষ্মণ সৌরভের বরাবরের পছন্দের। তাই বোর্ড সভাপতির পছন্দের কেউই যে দায়িত্বে আসতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত ছিলই।
চলতি মাসে ভারতীয় এ দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। সেখান থেকে ফিরে আসবে দল, তারপরই দায়িত্ব নেবেন লক্ষ্মণ। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''ভিভিএস লক্ষ্মণ রাজি হয়েছেন। বোর্ড সভাপতি সৌরভ ও সচিব জয় ভীষণ ভাবেই লক্ষ্মণের মত এক তারকাকে চাইছিলেন এনসিএর দায়িত্বে। লক্ষ্মণ ও দ্রাবিড়ের মধ্যে দারুণ বোঝাপড়া আছে। বোর্ড চাইছে এনসিএ এবং ভারতীয় দলের মধ্যেও একটা দারুণ বোঝাপরা থাকুক। চূড়ান্ত চুক্তিপত্র এখনও তৈরি হয়নি। তবে লক্ষ্মণ এনসিএ নিয়ে নিজের একাধিক ভাবনার কথা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছে।”
এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন লক্ষ্মণ। এছাড়াও বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন তিনি। সেই জন্য এনসিএর দায়িত্ব নেওয়ার আগে তাঁকে এই দুটো দায়িত্ব থেকেই সরে আসতে হবে, নাহলে আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় পড়ে যাবেন তিনি।
এদিকে ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়। নতুন দায়িত্ব পাওয়ার পরই দ্রাবিড় বলেছিলেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই দায়িত্ব পেয়ে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এতদিন রবি শাস্ত্রীর কোচিংয়ে ছেলেরা ভাল পারফর্ম করেছে। আমি সেই ধারাটাই বজায় রাখতে চাই। আগামী বছর বেশ কয়েকটা টুর্নামেন্ট রয়েছে আমাদের। সেগুলোতে ভাল পারফর্ম করতে হবে দলগত ভাবে। এই ছেলেদের আমি অনেককেই অনূর্ধ্ব ১৯, ভারত এ ও কাউকে এনসিএতে একসঙ্গে কাজ করার সুবাদে বেশ কাছের থেকে দেখেছি। ওঁরা প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করেছে।'