এক্সপ্লোর
Advertisement
আফ্রিদিকে দোষারোপ, আকমলকে বাদ দেওয়ার সুপারিশ ওয়াকারের
করাচি: এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ সহ সাম্প্রতিক কয়েকটি সিরিজে পাকিস্তানের ব্যর্থতার জন্য সরাসরি সদ্য প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে দায়ী করলেন পদত্যাগী কোচ ওয়াকার ইউনিস। অপর দুই সিনিয়র ক্রিকেটার উমর আকমল ও আহমেদ শেহজাদের আচরণ নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াকার। বিশেষ করে আকমলের মানসিকতা ও বিশৃঙ্খল আচরণের সমালোচনা করে তাঁকে দল থেকে চিরতরে ছেঁটে ফেলার সুপারিশ করেছেন তিনি।
টি-২০ বিশ্বকাপের পরেই তাঁর দুবছরের সময়কালে দলের অবস্থা নিয়ে রিপোর্ট জমা দেন ওয়াকার। তাঁর সেই গোপন রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পর কম বিতর্ক হয়নি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কোচের পদ থেকে সরে যাওয়ার পরেও বিতর্ক থামছে না। নতুন করে সেই রিপোর্টের অংশবিশেষ সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। ফের বিতর্কও শুরু হয়েছে।
আফ্রিদির ব্যাটিং, বোলিং, অধিনায়কত্বের ব্যর্থতার জন্যই পাকিস্তান সম্প্রতি নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ এবং এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে হেরে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছেন ওয়াকার। তাঁর দাবি, সব ক্ষেত্রেই আফ্রিদির ব্যর্থতার কথা তিনি বারবার বলেছেন। কিন্তু পিসিবি কর্তারা গুরুত্ব দেননি। আফ্রিদি অনেক সময় টিম মিটিংয়েও থাকতেন না। তিনি কী করতে চাইছেন সেটাই দলের বাকিদের বোঝাতে পারতেন না। ফলে সবাই বিভ্রান্ত হয়ে যেতেন। দুর্বল ট্যাকটিক্সই দলের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ।
অ্যান্ড্রু সাইমন্ডস, কেভিন পিটারসেনের মতো ক্রিকেটারদের প্রসঙ্গ উল্লেখ করে ওয়াকার বলেছেন, প্রতিভাবান হওয়া সত্ত্বেও শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁদের দল থেকে বাদ দেওয়া হয়। আর কোনওদিন তাঁরা জাতীয় দলে সুযোগ পাননি। কিন্তু আকমল একাধিকবার শৃ্ঙ্খলাভঙ্গ করেও দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। তাঁকে বাদ দিয়ে এবার তরুণদের সুযোগ দেওয়া হোক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement