এক্সপ্লোর
কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর
রঞ্জি ট্রফিতে ১৫০ ম্যাচ খেলেছেন জাফর।

মোহালি: আইপিএল ২০২০-এর জন্য কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটিং কোচ হলেন রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ওয়াসিম জাফর। তিনি প্রধান কোচ অনিল কুম্বলে, ফিল্ডিং কোচ জন্টি রোডসের সঙ্গে কাজ করবেন। আগামী মরসুমের আইপিএল-এর আগে কোচিং স্টাফ বদল করেছেন প্রীতি জিন্টার দল। মাইক হেসনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে কুম্বলেকে। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফিল্ডার হিসেবে যাঁকে গণ্য করা হয়, সেই জন্টিকে ফিল্ডিং কোচ করা হয়েছে। এবার জাফরকেও নেওয়া হল। রঞ্জি ট্রফিতে ১৫০ ম্যাচ খেলেছেন জাফর। তিনি এখন বিদর্ভের হয়ে খেলেন। এই ডানহাতি ব্যাটসম্যান ৩১টি টেস্ট ম্যাচ এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন। তবে আইপিএল-এ তাঁর পারফরম্যান্স মোটেই ভাল নয়। ২০০৮ সালে উদ্বোধনী মরসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আট ম্যাচ খেলে ১৬.২৫ গড়ে ১৩০ রান করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















