এক্সপ্লোর
Advertisement
ওয়াসিম জাফরের বাছা সর্বকালের সেরা একদিনের দলে নেই সহবাগ, অধিনায়ক ধোনি
এই দলের দুই ওপেনার সচিন-রোহিত। তিন নম্বরে জাফরের পছন্দ ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসকে। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স।
মুম্বই: নিজের পছন্দের একদিনের আন্তর্জাতিকের সর্বকালের সেরা দল বেছে নিলেন রঞ্জি ট্রফির কিংবদন্তী ব্যাটসম্যান ওয়াসিম জাফর। তাঁর এই দলে আছেন মুম্বইয়ের দুই প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। তবে নেই একদিনের আন্তর্জাতিকে ভারতের অন্যতম সফল দুই ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও যুবরাজ সিংহ। এমনকী, ভারতের কোনও বোলারকেই নিজের দলে রাখেননি জাফর।
এই দলের দুই ওপেনার সচিন-রোহিত। তিন নম্বরে জাফরের পছন্দ ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসকে। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। ৬ নম্বরে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সাত নম্বরে এই দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আট নম্বরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ৯ নম্বরে শেন ওয়ার্ন বা সাকলিন মুস্তাক। ১০ নম্বরে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার জোয়েল গার্নার। ১১ নম্বরে গ্লেন ম্যাকগ্রা। দ্বাদশ ব্যক্তি রিকি পন্টিং।
করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবীতে সব খেলা বন্ধ হয়ে গিয়েছে। সংক্রমণের হাত থেকে বাঁচতে এখন সবাই গৃহবন্দি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ক্রিকেটভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারকারা। তাঁরা ক্রিকেট সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement