এক্সপ্লোর
দেখুন: সুপার ওভারে ম্যাচ জিতে সতীর্থদের সঙ্গে নাচ চাহালের, ভাইরাল হল টিকটক ভিডিও
শনিবার ভারতীয় সময় সকালে একটি টিকটক ভিডিও পোস্ট করেন হরিয়ানার লেগস্পিনার চাহাল

ওয়েলিংটন: নিউজিল্যান্ডে সময়টা দারুণ কাটছে ভারতীয় দলের। শুক্রবারও কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ নাটকীয়ভাবে জিতেছেন বিরাট কোহলিরা। সুপারওভারে স্নায়ুর চাপ বজায় রেখে শেষ হাসি হেসেছেন ভারতীয় ক্রিকেটারেরা। পরপর দুই ম্যাচ সুপারওভারে জিতেছে ভারত। প্রথম তিনটি ম্যাচ জেতায় ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবারের পর ব্যবধান বেড়ে হয়েছে ৪-০। হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে ভারতীয় শিবির। সিরিজে দাপট দেখানোর পর ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটারেরাও। শনিবার সতীর্থদের সঙ্গে নাচলেন যুজবেন্দ্র চাহাল। তৈরি করলেন সেই নাচের একটি টিকটক ভিডিও। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। শনিবার ভারতীয় সময় সকালে একটি টিকটক ভিডিও পোস্ট করেন হরিয়ানার লেগস্পিনার চাহাল। ভিডিওটিতে তাঁকে নাচতে দেখা যায় সতীর্থ শ্রেয়স আইয়ার, শিবম দুবে ও অন্য একজনের সঙ্গে। চতুর্থ সেই ক্রিকেটারের মুখ নামানো ছিল। টুপিতে মুখ ঢাকাও ছিল। কে সেই চতুর্থ ক্রিকেটার, তা নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে। অনেকের মতে, তিনি কুলদীপ যাদব। দেখুন চাহালদের নাচের সেই ভিডিও
Off field performance on point 🕺 pic.twitter.com/2LRswnVWNs
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 1, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















