এক্সপ্লোর
দেখুন, জাডেজার মতো ব্যাট ঘুরিয়ে সেলিব্রেশন ডেভিড ওয়ার্নারের
এবারের আইপিএল-এ হায়দরাবাদের হয়েই খেলার কথা ছিল ওয়ার্নারের।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: রবীন্দ্র জাডেজা বাউন্ডারি বা ছক্কা মেরে যেভাবে তরোয়ালের মতো ব্যাট ঘুরিয়ে সেলিব্রেট করেন, ঠিক সেটাই করছেন ডেভিড ওয়ার্নার! আজ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। তিনি লিখেছেন, ‘গত বছর এই সময় আমরা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করছিলাম। আপনাদের কি মনে হয়, আমি রবীন্দ্র জাডেজার মতো তরোয়াল ঘোরাতে পেরেছি?’ এবারের আইপিএল-এ হায়দরাবাদের হয়েই খেলার কথা ছিল ওয়ার্নারের। তিনিই দলের অধিনায়ক। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। লকডাউনের মেয়াদ যদি বাড়ে, তাহলে আইপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়বে। শুধু ভারতই নয়, আরও অনেক দেশেই লকডাউন চলছে। ফলে ভারতীয় ক্রিকেটারদের মতো ওয়ার্নারও বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন।
আইপিএল-এ ওয়ার্নারের রেকর্ড উজ্জ্বল। বল-বিকৃতির দায়ে তিনি নির্বাসিত থাকায় ২০১৮ সালের আইপিএল-এ খেলতে পারেননি। তবে গত মরসুমে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। কিন্তু আপাতত তাঁকে বাড়িতেই বসে থাকতে হচ্ছে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















