এক্সপ্লোর
দেখুন, ঋষভ পন্থকে হিন্দি স্বরবর্ণ শেখাচ্ছে জিভা
গতকাল আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
বিশাখাপত্তনম: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভাকে এবার দেখা গেল শিক্ষিকার ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে হিন্দি স্বরবর্ণ শেখাতে দেখা গেল জিভাকে। বাধ্য ছাত্রের মতো জিভার কাছে হিন্দি স্বরবর্ণ শিখলেনও ঋষভ। সোশ্যাল মিডিয়ায় সেই মজার ভিডিও ভাইরাল।
গতকাল আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। এই ম্যাচের পরেই জিভার সঙ্গে মজা করতে দেখা যায় ঋষভকে। তাঁর সঙ্গে ধোনির সম্পর্ক অত্যন্ত ভাল। প্রয়োজন হলেই ধোনির পরামর্শ নেন বলে জানিয়েছেন এই তরুণ উইকেটরক্ষক। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















