এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন, বিগ ব্যাশ লিগে বিস্ময়কর ভাবে হিট উইকেট বাটলার
সিডনি: বিগ ব্যাশ লিগে বিস্ময়কর ভাবে আউট হয়ে শিরোনামে উঠে এলেন জস বাটলার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান। সিডনি থান্ডারের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচেই ব্যাটে ঝড় তুলছেন। পাঁচ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি সহ ২৫০ রান করে বাটলারই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। বুধবার রাতে সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে পারথ স্কর্চার্সের বিরুদ্ধে ৫৪ বলে ৫৫ রান করেন তিনি।
😂 | Jos Buttler's brilliant knock came to an end after one of the more comical dismissals you'll see #BBL08 pic.twitter.com/q0Q0TMn0le
— Herald Sun Sport (@heraldsunsport) January 2, 2019
তবে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরই ইনিংসের ১৮তম ওভারে প্রতিপক্ষ পেসার ঝাই রিচার্ডসনের অফস্টাম্পের অনেক বাইরের স্লোয়ার ডেলিভারিতে রিভার্স সুইপ মারতে যান বাটলার। ভারসাম্য হারিয়ে তিনি ব্যাট দিয়ে আঘাত করে বসেন স্টাম্পে। বিগ ব্যাশ লিগের ইতিহাসে এরকম হিট উইকেট বেশ বিরল ঘটনা। পরে বাটলার বলেন, এভাবে আউট হওয়াটা একেবারেই প্রত্যাশিত নয়। হয়তো নিখুঁতভাবে এই শটটা খেলার জন্য আরও পরিশ্রম করতে হবে। তবে সেই মুহূর্তে মনে হয়েছিল ওটা ভাল বিকল্প। রুদ্ধশ্বাস ম্যাচে অবশ্য এক রানে পারথ স্কর্চার্সকে হারিয়ে দিয়েছে সিডনি থান্ডার। বাটলারদের ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে আটকে যায় পারথ স্কর্চার্স।
ভিডিওতে দেখুন কী ভাবে আউট হন বাটলার
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement