এক্সপ্লোর
Advertisement
দেখুন:শিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন কোহলি ও ভারতীয় খেলোয়াড়রা
চলতি বিশ্বকাপেও দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে কোহলি-ব্রিগেডকে। চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয়। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য।
সাউদাম্পটন: বর্তমানে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। অনেক রেকর্ডের মালিক তিনি। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে স্মরণীয় অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপেও দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে কোহলি-ব্রিগেডকে। চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয়। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।
আগামীকাল শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তার আগে ক্রিকেট৪গুড অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে শিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন কোহলি ও ভারতীয় দলের ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ওয়েবসাইটকে কোহলি বলেছেন, আমি বিশ্বাস করি, শিশুদের জীবনে পার্থক্য গড়ে দিতে পারে ক্রিকেট। এই খেলা একজনকে মানুষ হিসেবে উন্নত করে। কারণ, এতে যে পর্বগুলির মধ্য দিয়ে যেতে হয়, তা জীবনের মতোই। এখানে কেউ খারাপ সময় আসে। ভালো সময়টা বোঝা এবং কঠিন পর্ব থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার শিক্ষা দেয় ক্রিকেট। তাই, নানানভাবে ক্রিকেট দারুণ একজন শিক্ষক।🏏 "I believe that cricket can really make a difference to children's lives" Virat Kohli bats for Cricket4Good. Watch here ⬇️ pic.twitter.com/cu3uY31RAt
— Cricket World Cup (@cricketworldcup) June 21, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement