এক্সপ্লোর
Advertisement
দেখুন: রোমাঞ্চকর শেষ ওভারে কীভাবে টাই হল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ
বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে গতকাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ টাই হয়েছে। রুদ্ধশ্বাস এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ছয় উইকেটে ৩২১ রান করে। ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমে সাত উইকেটে ৩২১ রান করে। বিরাট কোহলির নেতৃত্বে এটাই প্রথম টাই ভারতের।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষের দিকে মনে হয়েছিল যে, ম্যাচটা হয়ত জিতে যাবে ভারত। শেষ ১৮ বলে ২২ রানের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। উইকেটে জয়ে যাওয়া দুই ব্যাটসম্যান শাই হোপ এবং অধিনায়ক জেসন হোল্ডার খুব সহজেই খেলছিলেন। কিন্তু ৪৮ তম ওভারে রান আউট হয়ে যান হোল্ডার। ওই ওভারে মাত্র ২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ দুই ওভার অর্থাত ১২ বলে জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ৪৯ তম ওভারে মহম্মদ সামি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বড় শট খেলার সুযোগ দেননি। ওই ওভারে মাত্র ছয় রান করে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে।
ওই ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৪ রানের। ১২৩ রানে ক্রিজে ছিলেন হোপ।
উমেশ যাদবের প্রথম বলে হোপ এক রান নেন।
দ্বিতীয় বল ফুলটস, ব্যাটসম্যান নার্সের পায়ে লেগে বল সীমানার বাইরে চলে যায়। ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় গুরুত্বপূর্ণ চার-চারটি রান।
তৃতীয় বলে লেগ স্ট্যাম্পে ইয়র্কার। নার্স দুই রান নেন। শেষ তিন বলে প্রয়োজন সাত রান।
উমেশের চতুর্থ বলে রায়ডুর হাতে ক্যাচ দিয়ে আউট হন নার্স। এভাবে ভারত ফের ম্যাচে ফিরে আসে। ২ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ৭ রানের প্রয়োজন ছিল।
উমেশের পঞ্চম বল লো ফুলটস। দুই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জিইয়ে রাখেন হোপ।
ষষ্ঠ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রানের। উমেশের ওই বল ডিপ পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন হোপ।
— This is HUGE! (@ghanta_10) October 24, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement