এক্সপ্লোর
দেখুন: বিমানে জমিয়ে মজা, ধোনির কাছে যে প্রতিক্রিয়া পেলেন হার্দিক....

নয়াদিল্লি: চলতি গ্রীষ্মে ইংল্যান্ডে দীর্ঘ একটা সিরিজ খেলবে ভারত। এই সিরিজ খেলার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে ভারতীয় দল। যাওয়ার পথে বিমানে ভারতীয় দলের সদস্যরা জমিয়ে মজা করলেন। বিসিসিআই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইংল্যান্ডে দলের খেলোয়াড়দের কার্যকলাপের ছবি ও ভিডিও শেয়ার করছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডে যাওয়ার সময় বিমানে ভারতীয় ক্রিকেটারদের একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে হার্দিক পান্ড্যকে সাক্ষাত্কারগ্রহণকারীর ভূমিকায় দেখা যাচ্ছে। সহ খেলোয়াড়দের সঙ্গে জমিয়ে হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, কী করছ এবং কেমন বোধ করছ। বিরাট কোহলি, মণীষ পান্ডে, কেএল রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, দীনেশ কার্তিক ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় হার্দিককে। এরপর যখন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলতে যান, তখন কিন্তু হার্দিক যে জবাব পেলেন, তা দেখার মতো। ভিডিওতে কোহলি থেকে শুরু করে মণীষ, রাহুলদের ইংল্যান্ডে গিয়ে সিরিজ খেলা নিয়ে দারুণ আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে। তেমনই, উমেশ, কুলদীপ ও রোহিতদেরও বেশ হাসিখুশি দেখা গিয়েছে। এরপর ধোনির কাছে হার্দিক যখন পৌঁছে যে জবাব পেলেন, তাতে আর একদণ্ডও সেখানে দাঁড়ালেন না তিনি। হার্দিক এসে বললেন, হাই মাহি ভাই..। সঙ্গে সঙ্গে ধোনি হাতে ধরা স্ন্যাক্স দেখিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত করলেন। আর হার্দিক সেই ইশারা মেনে এগিয়ে গেলেন।
.@hardikpandya7 @tries to have fun on flight, gets perfect reply from @msdhoni https://t.co/rLrlATq2Q5 #BCCI
— Baahubali (@bahubalikabadla) June 26, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















