Cheteswar Pujara: মাঠ কাঁপাচ্ছেন বাবা, পূজারার মেয়ের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়
Cheteswar Pujara Update: ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন পূজারা। এবার নিজের লিস্ট এ ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করলেন তিনি।
হোভ: কাউন্টিতে (County) স্বপ্নের ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারার। সাসেক্সের (Susex) হয়ে ১৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন সম্প্রতি। মাঠে যখন পূজারা ব্যাট হাতে কাঁপাচ্ছেন তখন তাঁর ছোট্ট মেয়ের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পূজারার (Cheteswar Pujara) চার বছরের মেয়ে অদিতি (Aditi) বাবার সাফল্য যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। পূজারা ১৭৪ রানের ইনিংস খেলে ফেরার সময় দেখা যাচ্ছে যে ড্রেসিংরুমে ভীষণ নাচছেন অদিতি।
View this post on Instagram
নাগাড়ে দ্বিতীয় শতরান
গত ম্যাচে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন পূজারা। এবার নিজের লিস্ট এ ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করলেন তিনি। সারের বিরুদ্ধে হোভে দুরন্ত শতরানটি করেন পূজারা। ভারতীয় তারকা যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন সাসেক্সে নয় রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপরেই টম ক্লার্ককে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন পূজারা। তৃতীয় উইকেটে দুইজনে মিলে ২০৫ রান যোগ করেন।
ক্লার্ক ১০৪ রানে আউট হলে পার্টনারশিপ ভাঙলেও পূজারা কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। মাঠ ছোট হলেও, নিজের স্ট্রোকের মাধ্যমে মাঠের চারিদিকে বল পাঠান তিনি। ১৩১ বলের পূজারার ইনিংস সাজানো ছিল ২০টি চার ও পাঁচটি ছক্কায়। সাধারণত টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত পূজারার সঙ্গে ছয় হাঁকানোর সম্পর্ক দূর দূর পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। তবে চির প্রচারিত এই ধ্যানধারণাকে একে একে ভেঙে ফেলছেন পূজারা। ভুলে গেলে চলবে না ঘরোয়া ক্রিকেটেও পূজারা সীমিত ওভারের ম্যাচ হালে না খেললও তাঁর গড় কিন্তু ৫০-র ওপরে।