এক্সপ্লোর
Advertisement
দেখুন, বেন স্টোকসের ভঙ্গিতে এক হাতে দুরন্ত ক্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর রামিজ শাহজাদের
স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ৯০ রানে হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আমিরশাহীর।
দুবাই: ২০২০ টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় প্লে অফ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ একটি ক্যাচ নিলেন সংযুক্ত আরব আমিরশাহীর টপ অর্ডার ব্যাটসম্যান রামিজ শাহজাদ। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে যেভাবে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, ঠিক সেই ভঙ্গিতেই ক্যাচ নিয়েছেন রামিজ। আইসিসি-র পক্ষ থেকে দু’টি ক্যাচেরই ভিডিও ট্যুইট করা হয়েছে।
🎤 @nassercricket: "NOOO WAY, YOU CANNOT DO THAT!"
Rameez Shahzad: 👀 pic.twitter.com/ThMTWLUNgd
— ICC (@ICC) October 30, 2019
স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ৯০ রানে হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আমিরশাহীর। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৮ রান করে। রামিজ যাঁর ক্যাচ নেন, সেই ওপেনার জর্জ মানসি সর্বোচ্চ ৬৫ রান করেন। জবাবে ১৮.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় আমিরশাহী। তিন নম্বরে ব্যাট করতে নেমে রামিজ করেন তাঁর দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান।
আমিরশাহীকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল স্কটল্যান্ড। এর আগে নামিবিয়া, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement