এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাংবাদিক বৈঠকে আবেগ গোপন করতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ
সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগে তো রীতিমতো চোখ মুছতে দেখা যায় পাক অধিনায়ককে। স্পষ্টতই আবেগ গোপন করতে পারছিলেন না তিনি
![ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাংবাদিক বৈঠকে আবেগ গোপন করতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ WATCH: Sarfraz turns emotional at press conference after losing to West Indies ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাংবাদিক বৈঠকে আবেগ গোপন করতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/01134051/WATCH-Sarfraz-turns-emotional-at-press-conference-after-losing-to-West-Indies.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ট্রেন্ট ব্রিজ: বিশ্বকাপ শুরুর আগে তিনি বলেছিলেন, সব দল তাঁদের ভয় পায় কারণ প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান বিপজ্জনক এবং তাঁদের নিয়ে কোনও পূর্বাভাস করা চলে না। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে দেখা গেল, অধিনায়কের দাবি মতো সত্যিই তাদের নিয়ে পূর্বাভাস করা চলে না। নাহলে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সামনে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যাওয়ার আর কী-ই বা ব্যাখ্যা থাকতে পারে!
আর সেই হারের পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। সাংবাদিক বৈঠকে তাঁকে বিধ্বস্ত দেখিয়েছে। বৈঠক শুরু হওয়ার আগে তো রীতিমতো চোখ মুছতে দেখা যায় পাক অধিনায়ককে। স্পষ্টতই আবেগ গোপন করতে পারছিলেন না তিনি।
— Maqbool (@im_maqbool) June 1, 2019যদিও তারপর নিজেকে সামলে নেন সরফরাজ। বলেন, 'টসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল।' তিনি আরও বলেন, 'আমাদের নিজেদের ওপর বিশ্বাস হারালে চলবে না। আজকের পরাজয় নিয়ে বেশি ভাবলেও চলবে না। এই ম্যাচটা এখন অতীত এবং পরের ম্যাচগুলো জেতানোর মতো ক্রিকেটার আমাদের হাতে রয়েছে।' যদিও এই বিপর্যয়ের রেশ কাটিয়ে পাকিস্তান কতটা ঘুরে দাঁড়াতে পারবে, সেই সংশয় থেকেই যাচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)