D Gukesh: বিশ্বচ্যাম্পিয়ন ছেলে, গুকেশের ইতিহাস তৈরির মুহূর্তে তাঁর বাবার প্রতিক্রিয়া নজর কাড়ল নেটিজেনদের
FIDE World Chess Championship 2024: ৭.৫-৬.৫ স্কোরলাইনে ডিং লিরেনকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।
নয়াদিল্লি: বৃহস্পতিবার সিঙ্গাপুরে ভারতীয় ক্রীড়জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হল। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ (D Gukesh)। তরুণ ভারতীয় তো বটেই, তাঁর গোটা পরিবারের জন্যই সম্ভবত এটি সবথেকে গর্বের, সবথেকে আনন্দের দিন। ছেলের জয় সুনিশ্চিত হতেই গুকেশের বাবার প্রতিক্রিয়া নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে।
পেশায় এইএনটি সার্জেন রজনীকান্ত ছেলের ম্যাচের একেবারে শেষ লগ্নে উত্তেজনার বশে বসেই থাকতে পারছিলেন না। নিরন্তর তাঁকে এক বারান্দায় হাঁটাচলা করতে দেখা যায়। আর ঠিক যেই মুহূর্তে তাঁর ছেলে চ্যাম্পিয়ন হয়, সেই সময় তাঁর যে উচ্ছ্বাস, বিস্ময়, আনন্দে ভরপুর এক প্রতিক্রিয়া দেখা যায়। প্রাথমিকভাবে যে তিনি কী করবেন, তা বুঝেই উঠতে পারছিলেন না রজনীকান্ত।
View this post on Instagram
গুকেশ যেমন জয় সুনিশ্চিত জেনে কেঁদেই ফেলেন। নিজের আবেগঘন সেলিব্রেশন সম্পর্কে গুকেশকে বলতে শোনা যায়, 'আমি ১০ বছর ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। সত্যি বলতে জিতব বলে আশা ছিল না, তাই একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। তবে তারপরেই জয়ের জন্য ঝাঁপানোর সুযোগ আসে।'
ডিং ৫৩তম চালে ভুল করার পর আবেগ গোপন করতে পারেননি গুকেশ। তিনি জলপানের বিরতি নেন। মুখে ততক্ষণে হাসি। তিনি বুঝেই গিয়েছিলেন যে, তাঁর মাথায় মুকুট ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর গাল বেয়ে চুঁইয়ে পড়ছিল জল। আনন্দাশ্রু। ম্যাচ জয়ের পর গুকেশের মুখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দেরও কথা শোনা যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের আগে পর্যন্ত গুকেশ ও ডিং - দুজনেরই ঝুলিতে ছিল ৬.৫ পয়েন্ট করে। ১৩ গেমের পর। ১৪তম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ডিং। যিনি খেতাবরক্ষার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি। ম্যাচের ফল দাঁড়ায় গুকেশের পক্ষে ৭.৫-৬.৫। ক্লাসিকাল দাবায় ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রাক্তন KKR ক্যাপ্টেনের রেকর্ড ভাঙলেন হবু অধিনায়ক? SMAT-এ ফের ব্যাট হাতে ঝড় তুললেন রাহানে