এক্সপ্লোর
দেখুন, অস্ট্রেলিয়ায় প্রথম উইকেট নিয়ে উল্লসিত বিরাট

সিডনি: অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে দাপট দেখাবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এমনই প্রত্যাশা প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে বল হাতেও সাফল্য পেলেন বিরাট। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে একটি উইকেট পান ভারতের অধিনায়ক। অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার পর তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এই প্রস্তুতি ম্যাচের শেষ দিন ভারতের প্রথমসারির বোলাররা উইকেট পাচ্ছিলেন না। অবস্থা দেখে বিরাট নিজেই বল করতে আসেন। তাঁর মিডিয়াম পেস বোলিংয়ের শিকার হন শতরান করা হ্যারি নিয়েলসেন। লেগ সাইডে মারতে গিয়ে লোপ্পা ক্যাচ তোলেন এই ব্যাটসম্যান। মিড অনে সহজ ক্যাচ ধরেন উমেশ যাদব। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















