এক্সপ্লোর
Advertisement
মজার ভিডিও: 'চাহল টিভি'র সঙ্গে কেএল রাহুলের সাক্ষাৎকার চলাকালে ঢুকে পড়ে হেসে ফেললেন কোহলি
সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার একটি মজাদার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি ট্যুইট করেছিল বিসিসিআই। ভারতীয় দলের দুই খেলোয়াড় যজুবেন্দ্র চাহল ও কেএল রাহুলের মধ্যে সাক্ষাৎকার চলার সময়ই ঢুকে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি। 'চাহল টিভি'-র জন্য রাহুলের সঙ্গে তখন কথা বলছিলেন ভারতের রিস্ট স্পিনার।
লিডস: সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার একটি মজাদার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি ট্যুইট করেছিল বিসিসিআই। ভারতীয় দলের দুই খেলোয়াড় যজুবেন্দ্র চাহল ও কেএল রাহুলের মধ্যে সাক্ষাৎকার চলার সময়ই ঢুকে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি। 'চাহল টিভি'-র জন্য রাহুলের সঙ্গে তখন কথা বলছিলেন ভারতের রিস্ট স্পিনার। সেই সময়ই সেখানে চলে আসেন কোহলি। তাঁকে দেখে খুনসুটির সুযোগ হাতছাড়া করলেন না চাহল। এরপর চাহলের সঙ্গে তাঁর মজাদার কথাবার্তার পর হেসে ফেলেন অধিনায়ক।
ভিডিওতে চাহলকে বলতে শোনা যায়, ‘চাহল টিভিতে মুখ দেখানোর জন্য সব রকম চেষ্টা করছেন’। এর জবাবে কোহলি বলেন, ‘আমার আসার কথা ছিল না, আমাকে ও (রাহুল) ডেকেছিল’।
অধিনায়কের এই যুক্তিতে গলেননি চাহল। তিনি বলেছেন, ‘আসলে চাহল টিভিতে আসার এটা একটা অজুহাত। এর থেকেই বোঝা যাচ্ছে, চাহল টিভি-তে আসার জন্য সবার কত আগ্রহ’।
এই মজাদার বাক্যবিনিময়ের পর ক্যামেরার দিকে তাকিয়ে মুখে মজাদার একটা ভঙ্গি করে সেখান থেকে চলে যান কোহলি।
এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তাঁর অধিনায়কত্বে আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে ভারত। হার একটিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। পয়েন্ট তালিকায় ভারত এখন অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বে উভয় দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। এই দুটি ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে পয়েন্ট তালিকায় চূড়ান্ত স্থান।SPECIAL: @yuzi_chahal & @klrahul11 recap Edgbaston win as captain @imVkohli makes a special appearance on our latest episode of Chahal TV - by @RajalArora ????????????
Watch the Full episode here ➡️➡️ https://t.co/um1un876qA pic.twitter.com/w4bAphSGZ5 — BCCI (@BCCI) July 4, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement