এক্সপ্লোর
Advertisement
দেখুন:রান নিতে গিয়ে হাস্যকর বোঝাপড়ার অভাব ওয়াটসন ও ডুপ্লেসিসের, সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল দিল্লি ক্যাপিটালসকে
প্রথম ওভারেই উইকেট নেওয়ার একটি সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল তারা। এর খেসারতও দিতে হল তাদের।
বিশাখাপত্তনম: এবারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বোলারদের একেবারেই রেয়াত করলেন না চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। কোনওক্রমে ১৪৭ রান করেছিল দিল্লি। সেই সামান্য রানের পুঁজি নিয়ে আদৌ লড়াই করতে পারলেন না দিল্লির বোলাররা। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসিস-উভয়েই হাফসেঞ্চুরি করলেন। এভাবে রান তাড়ার ক্ষেত্রে দলের শুরুটা দুর্দান্ত করলেন তাঁরা। যদিও প্রথম ওভারেই উইকেট নেওয়ার একটি সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল তারা। এর খেসারতও দিতে হল তাদের।
ইনিংসের শুরুতেই একটি রান নিতে নিয়ে ওয়াটসন ও ডুপ্লেসিসের মধ্যে বোঝাপড়ের অভাব দেখা দিয়েছিল। ওয়াটসন পয়েন্টের দিকে বল ঠেলে দেন। এরপর রান নিতে দৌড়ন তিনি। নন স্ট্রাইকার ডুপ্লেসিসও দৌড় শুরু করেন। কিন্তু রান হবে না বুঝে ফেরত যাওয়ার চেষ্টা করেন ডুপ্লেসিস। একটা সময় দুই ব্যাটসম্যান একইদিকে ছুটছিলেন, যা ছিল খুবই হাস্যকর।দিল্লির ফিল্ডাররা স্ট্যাম্পের দুদিকেই বল ছোঁড়েন। কিন্তু কোনও একটি স্ট্যাম্পেও বল লাগাতে ব্যর্থ হন তাঁরা। শেষপর্যন্ত ব্যাটসম্যানরা একটি রান নিতে সক্ষম হন ওভার থ্রো-র জন্য।
এরপর আর ফিরে তাকাননি চেন্নাইয়ের দুই ওপেনার। তাঁদের জুটিতে ৮১ রান যোগ হয়। ম্যাচের ভাগ্য ঢলে পড়ে তাদের দিকেই।
The 1st over confusion galore https://t.co/JbjlX6DhQ4
— Aakash Biswas (@aami_aakash) May 11, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement