T20 World Cup: টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার পথে রোহিতের পা ছুঁয়ে প্রণাম খুদে ভক্তের, ভিডিও ভাইরাল
Rohit Sharma: নিউ ইয়র্ক যাওয়ার আগে এক বেনজির অভিজ্ঞতা হল ভারতীয় দলের অধিনায়র রোহিতের। এক ঝাঁক খুদে ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় রোহিতের।
মুম্বই: একদিকে দেশের মাটিতে চলছে আইপিএলের (IPL Final) চূড়ান্ত পর্ব। রবিবারই চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মাঝেই বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামাও। ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে বসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্ট খেলতে ভারতীয় দলের একাংশ ইতিমধ্যেই আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), কোচ রাহুল দ্রাবিড়রা দেশ ছেড়েছেন।
তবে নিউ ইয়র্ক যাওয়ার আগে এক বেনজির অভিজ্ঞতা হল ভারতীয় দলের অধিনায়র রোহিতের। এক ঝাঁক খুদে ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় রোহিতের। সকলেই প্রিয় ক্রিকেটারের সঙ্গে কথা বলে। তারই মাঝে একজন পায়ে হাত দিয়ে রোহিতকে প্রণাম করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার কপিল যাদব ভারতীয় দলকে শুভেচ্ছা জানানোর বন্দোবস্ত করেছিলেন। সেখানেই এক খুদে ভক্ত রোহিতের পায়ে হাত দিয়ে প্রণাম করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
@ImRo45 🥺💙#RohitSharma pic.twitter.com/37TEl0ssc3
— Rohit Sharma Telugu Fans (@Team45Ro) May 26, 2024
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে নামার আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রাথমিক ভাবে ওয়ার্ম আপ ম্যাচটি ফ্লোরিডায় করার পরিকল্পনা ছিল আইসিসি-র। তবে ভারতীয় বোর্ডের অনুরোধে নিউ ইয়র্কেই ম্যাচটি করার সিদ্ধান্ত হয়েছে। ১ জুন নাসাউ স্টেডিয়ামেই সেই ম্যাচ। ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আমেরিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে রয়েছে।
VIDEO | Visuals of Indian cricket team leaving for USA from Mumbai for the upcoming T20I World Cup.
— Press Trust of India (@PTI_News) May 25, 2024
The T20I World Cup 2024 will be jointly hosted by the USA and the West Indies from June 2 to June 29. The Indian cricket team will begin its campaign against Ireland from June 5.… pic.twitter.com/h6vhK6OhS0
বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা দলের সঙ্গে যাননি। তাঁরা আইপিএলের প্লে অফে খেলেছেন। তবে হার্দিক পাণ্ড্য দলের সঙ্গে না যাওয়ায় বিতর্ক শুরু হয়েছিল। যদিও জানা গিয়েছে, তিনি বিদেশে ছুটি কাটাচ্ছেন। সরাসরি নিউ ইয়র্কে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: সুস্থ শাহরুখ থাকছেন চেন্নাইয়ে আইপিএল ফাইনালে! দলকে জানিয়ে দিলেন, 'ম্যায় হুঁ না...'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।