ওয়াটসনের ছক্কায় ‘খোয়া’ গেল বল, তল্লাশি চালিয়েও পেল না পুলিশ (দেখুন ভিডিও)
দিল্লি: কোটলায় দিল্লির হার, জয় চেন্নাইয়ের। ধোনির দলের ‘বুড়ো’ ক্রিকেটারদের দাপটে কার্যত নাস্তানাবুদ হল দিল্লির নওজওয়ানরা। পৃথ্বী, ঋষভরা চার, ছয়ের ট্রেলর দেখালেন ঠিকই, তবে বাজি মারলেন ওয়াটসন, ব্র্যাভোর মত প্রবীণরাই। বল হাতে ক্যারিবিয়ান তারকার ৩ উইকেট আর ব্যাটে অজি তারকার ২৬ বলে ৪৪ রানের ইনিংস, আর এতেই ম্যাচ পকেটে পুরে নিল সুপার কিংস।
১৪৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় পেয়েছে হলুদ ব্রিগেড। সংশ্লিষ্টমহল বলছে, প্রত্যাশিত জয়। বেঙ্গালুরুকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে চেন্নাই। এটা তাদের দ্বিতীয় জয়। তবে এদিন ফিরোজ শাহ কোটলায় উল্লেখযোগ্য হয়ে থাকল অন্য আরেকটি ঘটনা। ওয়াটসনের ছয়ে খোয়া গেল বল! গ্যালারি থেকে তা আর ফেরত এল না। পুলিশের তল্লাশিতেও না।
Hey guys, can we please have the ball back? https://t.co/XWvySADtdt via @ipl
— Aakash Biswas (@aami_aakash) March 27, 2019
তখন চেন্নাইয়ের ইনিংস ৭.৪ ওভারে। ব্যাটে ওয়াটসন, বলে দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনার অমিত মিশ্র। অমিতের ডেলিভারি মাঠের বাইরে পাঠান ওয়াটসন। ক্যামেরায় ধরা পড়ে, একজন দর্শক তা ক্যাচও করে নেন। তবে তারপর সেই বল গ্যালারি থেকে আর মাঠে ফেরেনি। পুলিশ গেলেও সেই বল উদ্ধার করতে পারেনি। যার ফলে নতুন বল আনিয়ে খেলা শুরু করতে হয় আম্পায়ারদের।
প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথম ব্যাট করে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী (২৪) ও শিখর (৫১) শুরুটা ভাল করলেও শেষের দিকে কলিন ইমিগ্রান, অক্ষরের ব্যাট থেকে রান আসেনি। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানই তুলতে পারে তারা। জবাবে ব্যাট করতে নেমে ওয়াটসন, রায়না, ধোনির দাপটে ৬ উইকেটেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।