এক্সপ্লোর
আইসিসি নাকচ করে দিলেও, এখনও পাকিস্তানকে নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই, জানালেন বিনোদ রাই

নয়াদিল্লি: যে দেশগুলি সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি আইসিসি খারিজ করে দিলেও, বিসিসিআই এখনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। যদিও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারত খেলবে কি না, সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। আজ বিসিসিআই-এর প্রশাসক কমিটি বৈঠকে বসেছিল। এই বৈঠকের পর বিনোদ বলেছেন, ‘আইসিসি-কে চিঠি দেওয়া হয়েছে। পাকিস্তানকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এই প্রক্রিয়া মন্থর গতিতে এগোচ্ছে। আমরা কি নিরাপত্তা পরিষদে কোনও দেশকে বয়কট করতে পেরেছি?’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে বিনোদের বক্তব্য, ‘সময় আসতে দিন। এখনও চার মাস বাকি আছে। আমরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। আইসিসি জানিয়েছে নিরাপত্তা বাড়ানো হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















