এক্সপ্লোর
আমরা দল হিসেবে মাঠে শৃঙ্খলা ও সংযমের পরিচয় দিয়েছি, সেই কারণেই ট্রফি এসেছে, বলছেন রোহিত
Mumbai Indians have won IPL for the fifth time. | এই নিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই।

দুবাই: দলের সদস্যরা গোটা প্রতিযোগিতায় মাঠে শৃঙ্খলা ও সংযমের পরিচয় দিয়েছেন। সেই কারণেই মুম্বই ইন্ডিয়ান্স ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছে বলে মনে করেন অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই। এবার ট্রফি জয়ের পর দলের পক্ষ থেকে ট্যুইটারে পোস্ট করা একটি ভিডিওতে রোহিত বলেছেন, ‘প্রথমত, আমাদের সবাইকে অনেক অভিনন্দন। এই মরসুম আমাদের জন্য দুর্দান্ত ছিল। আমাদের মরসুম অগাস্ট থেকে শুরু হয়নি, আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আমার মনে আছে, জুনে কঠিন সময়ে প্রস্তুতি শুরু করেছিলাম। আমরা জানতাম, কাজটা মোটেই সহজ হবে না। আমরা সংযুক্ত আরব আমিরশাহিতে আসার পর সম্পূর্ণ নতুন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। হোটেলের বাইরে যাওয়ার উপায় ছিল না। দল হিসেবে আমরা শৃঙ্খলাবদ্ধ ছিলাম। সেই কারণেই আমরা আইপিএল ট্রফি হাতে দাঁড়িয়ে আছি।’ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক আরও বলেছেন, ‘এই প্রতিযোগিতায় যারা কোনও ম্যাচেই খেলার সুযোগ পায়নি, তাদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা সবসময় ইতিবাচক মানসিকতার পরিচয় দিয়েছে, তাদের মধ্যে প্রাণশক্তির অভাব হয়নি এবং কখনও মনে হয়নি খেলার সুযোগ পাচ্ছে না বলে ওরা হতাশ।’ এবারের আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৫ উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দু’বার চ্যাম্পিয়ন হলেন রোহিতরা। এর আগে তাঁরা ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন। রোহিত ব্যক্তিগতভাবে ৬ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৯ সালে তিনি ডেকান চার্জার্সের সদস্য ছিলেন। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন দলটি সেবার চ্যাম্পিয়ন হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















