CAB Wants Spectators in India-west Indies Match : মহারাজের সিদ্ধান্তের উল্টো পথে সিএবি, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দর্শক প্রবেশ চেয়ে বিসিসিআইকে অনুরোধ
ওয়ান ডে সিরিজের মতোই ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে আয়োজিত হতে চলা টি২০ সিরিজও দর্শকশূন্য আয়োজন করতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।
কলকাতা : সংঘাতের রাস্তা এড়িয়ে মধ্যপন্থার খোঁজ। তবে পদক্ষেপ যে আগের সিএবি সভাপতি তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সিদ্ধান্তের সরাসরি বিরোধ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইডেন গার্ডেন্স আয়োজিত হতে চলা ভারত (India)-ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তিন টি২০ সিরিজে (T20 Series) দর্শকদের প্রবেশে (Spectators Entry) অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে অনুরোধ জানাচ্ছে সিএবি (CAB)। বৃহস্পতিবার সন্ধেয় ইডেন গার্ডেন্স (Eden Gardens) বৈঠকে বসেছিল সিএবি-র অ্যাপেক্স কাউন্সিল (Apex Council Meeting of CAB)। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব সদস্যদের অনুমতি ও ইচ্ছে অনুসারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে যাতে বিসিসিআই দর্শক প্রবেশে ছাড়পত্র দেয়, সেই অনুরোধ করা হবে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক উত্তরই মিলবে বলেই প্রত্যাশাও রাখছে সিএবি।
প্রসঙ্গত, রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও এ-ব্যাপারে আরও একটু সাবধানী বোর্ড। আমদাবাদে আয়োজিত ওয়ান ডে সিরিজের মতোই ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে আয়োজিত হতে চলা টি২০ সিরিজও দর্শকশূন্য আয়োজন করতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেনে তিনটি টি২০ ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। প্রাথমিক আশঙ্কা প্রকাশের পর যে খবর প্রকাশ করেছিল এবিপি লাইভ। আপাতত সিএবি-র তরফে অনুরোধ পাওয়ার পর ও বর্তমান করোনা পরিস্থিতি উন্নতির কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড দর্শকদের প্রবেশ ছাড়পত্র দেয় কি না, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
এদিকে, সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢেলে সাজানো হবে ইডেনের ফ্লাডলাইট ব্যবস্থাপনা। বর্তমান হ্যালোজেন লাইট সরিয়ে ফেলে সেখানে লাগানো হবে অত্যাধুনিক মানে এলইডি ল্যাম্প। দ্রুত যে প্রক্রিয়া শুরু করার ব্যাপারে ঐক্যমত্যে এসেছেন সকলেই। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে বাংলার দুই সদস্য রবি কুমার ও অভিষেক পোড়েলকে শুভেচ্ছা জানানো হয়েছে। দ্রুত তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন- ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের