West Indies New Captain: পোলার্ডের বদলে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান
Nicholas Pooran: সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। তাঁর বদলেই সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব পেলেন পুরান।
কিংস্টন: কাইরন পোলার্ডের (Kieron Pollard) অবসরের পর সীমিত ওভারের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) নতুন অধিনায়ক নির্বাচিত হলেন বাঁ হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Pooran)। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সীমিত ওভারের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের নতুন সহ অধিনায়ক নির্বাচিত হলেন উইকেটকিপার-ব্যাটার শাই হোপ (Shai Hope)।
পুরানের নতুন দায়িত্ব
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি-২০ দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নিকোলাস পুরান। গত বছর ওয়েস্ট ইন্ডিজের একদিনের আন্তর্জাতিক ও টি-২০ দলের সহ অধিনায়ক নির্বাচিত হন পুরান। তিনি এতদিন পোলার্ডের সহকারী হিসেবে ছিলেন। এবার তিনি অধিনায়ক নির্বাচিত হলেন। তিনি এ বছরের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩-এ একদিনের বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকবেন।’
পুরানের প্রশংসায় জিমি অ্যাডামস
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাস, নিকোলাস সাদা বলের ক্রিকেটে আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নিতে পারবে। ওর অভিজ্ঞতা আছে, পারফরম্যান্স ভাল এবং দলের সবাই ওকে শ্রদ্ধা করে। নির্বাচকদের মতে, নিকোলাস খেলোয়াড় হিসেবে পরিণত হয়েছে। পোলার্ডের অনুপস্থিতিতে ও যখনই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই দেখিয়ে দিয়েছে অধিনায়ক হিসেবে ভাল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে ও। টি-২০ দলের অধিনায়ক হিসেবে ওকে বেছে নেওয়ার এটা অন্যতম কারণ।’
সম্মানিত বোধ করছেন পুরান
জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর পুরান বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক নির্বাচিত হয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বেশ কয়েকজন বিরাট মাপের খেলোয়াড়ের পদাঙ্ক অনুসরণ করছি আমি। তাঁদের উত্তরাধিকার বহন করব আমি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হওয়া বিশেষ সম্মানের। ক্রিকেটই ওয়েস্ট ইন্ডিয়ানদের ঐক্যবদ্ধ করে রাখে। তাই ওয়েস্ট ইন্ডিজের সমাজে ক্রিকেটের বড় ভূমিকা আছে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নির্বাচিত হওয়াই আমার ক্রিকেটজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। আমি দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সমর্থকদের জন্য মাঠে ভাল কিছু করতে চাই।’
চলতি মাসের শেষদিকে নতুন দায়িত্বভার নেবেন পুরান। ৩১ মে থেকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হচ্ছে পুরানের।