Virat Kohli: ও অনেকটা মিয়াঁদাদের মতো, খারাপ ফর্মের মাঝেই প্রাক্তন পাক অধিনায়কের সমর্থন পেলেন বিরাট
Team India: এরই মাঝে কোহলির জন্য সমর্থন এল প্রবল প্রতিপক্ষ দেশ থেকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ কোহলির সঙ্গে কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) মিল খুঁজে পেলেন।
লন্ডন: বিরাট কোহলি (Virat Kohli) বছর দুয়েক আগে হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে, এরকম দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। আড়াই বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি নেই। ব্যাট হাতে রান তো আসছেই না, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে প্রাক্তনীদের সমালোচনা।
এরই মাঝে কোহলির জন্য সমর্থন এল প্রবল প্রতিপক্ষ দেশ থেকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ কোহলির সঙ্গে কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) মিল খুঁজে পেলেন। লতিফ বলেছেন, 'এখন ক্রিকেটে আধুনিক প্রযুক্তি এসে গিয়েছে। ক্রিকেট মাঠে যখন ডেটা অ্যানালিস্টরা প্রবেশ করেন, ততদিনে হয়তো বিরাট সবেমাত্র ওর কেরিয়ার শুরু করেছিল। তবে জাভেদ মিয়াঁদাদ এসবে একদম বিশ্বাস করতো না। ও বলত, কম্পিউটার কখনও ভাল ক্রিকেটার তৈরি করতে পারে না। বিরাটও অনেকটা ওর মতো।'
লতিফের বিশ্লেষণ, সব ব্যাটারেরই দুর্বলতা রয়েছে। বাবর আজম থেকে শুরু করে বিরাট, কেউই তার বাইরে নন। তবে ডেটা অ্যানালিস্টরা যতই সেি দুর্বলতার জায়গা বার করে ফেলুক না কেন, মহান ক্রিকেটারেরা সেই জাল ছিঁড়ে নিজেকে সাফল্যের মঞ্চে প্রতিষ্ঠিত করে ফেলেন।
২ দিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে একটি ট্যুইট করেছিলেন বাবর আজম। এরপরই তা ছড়িয়ে গিয়েছিল দাবানলের মতো। ব্যাট হাতে খারাপ সময় চলছে প্রাক্তন ভারত অধিনায়কের। এই পরিস্থিতিতে ট্যুইটে বিরাটের পাশে দাঁড়িয়ে বাবর লিখেছিলেন, ''এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।'' পরে আরও একবার বিরাটের সমর্থনে মুখ খুলেছেন পাক অধিনায়ক।
নিজের ট্যুইটের পক্ষে দাঁড়িয়ে বাবর বলেন, ''আমি ট্যুইটে ওঁকে শুধু ভরসা জোগাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এই সময়টা বিরাটের সমর্থনের দরকার। সবার ওঁর পাশে থাকা দরকার। খুব ভাল করে বুঝতে পারি এই পরিস্থিতিতে একটা ক্রিকেটারের মানসিকতা কেমন থাকে। এই সময়টা সবার ওঁকে সমর্থন করা দরকার।''
আরও পড়ুন: জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু