Mamata On Sourav: রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ, ও আইসিসিতে গেলে দেশের গৌরব বাড়ত: মমতা
Mamata On Sourav Update: প্রিন্স অফ ক্যালকাটার হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার ফের একবার বিজেপি সরকারকে নিশানা করে সৌরভের পাশে দাঁড়ালেন মমতা।
কলকাতা: আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সৌরভের অপসারণের পর থেকেই প্রিন্স অফ ক্যালকাটার হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার ফের একবার বিজেপি সরকারকে নিশানা করে সৌরভের পাশে দাঁড়ালেন মমতা।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সল্টলেক স্টেডিয়ামে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আজ ২০ তারিখ ছিল। আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সৌরভকে অপমান করা হল। ওকে যেতে দেওয়া হল না। আমি বিজেপি সরকারকে অনেককে অনুরোধ করেছিলাম। ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। তিনবার ডিরেক্টর ছিল। ওঁকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন কী কারণে? কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে।'' তিনি আরও বলেন, ''ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে। আমরা সত্যি লজ্জিত, আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে।''
এরপরই মুখ্যমন্ত্রী আরও বলেন, ''নিজস্ব স্বার্থপরতার কারণে এটা করা হল। দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের অপমান করা হল। সৌরভের জায়গায় সচিন হলে, আজহার হলেও আমি ঠিক একই কথা বলতাম। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, ওঁর মধ্যেও ব্যথা রয়েছে। ও মুখ বুজে সহ্য করেছে। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসার ফল। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছেই নয় শুধু, সারা পৃথিবীর কাছে এটা লজ্জা।''
তবু সৌরভ ভক্তরা সামান্য হলেও আশায় ছিলেন। যদি শেষ মুহূর্তে বরফ গলে। তবে সেই আশায় জল ঢালল বোর্ড। বৃহস্পতিবার, ২০ অক্টোবর ছিল আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ভারত থেকে কোনও মনোনয়ন পাঠানো হল না। বোর্ড সূত্রে খবর, ভারত আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বরং বর্তমান চেয়ারম্য়ান, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে-কে আরও একটি ২ বছরের মেয়াদকাল সমর্থন করা হবে।
ফলে সৌরভের দরজা খুলল না। আপাতত সিএবি নির্বাচনকেই পাখির চোখ করছেন যিনি। এবং সব কিছু ঠিকঠাক চললে ২২ অক্টোবর, শনিবার সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন সৌরভ।