IND vs ENG: আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন রোহিত-বাটলার দ্বৈরথ?
IND vs ENG T20: রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের আগে তাঁকে স্বস্তি দিচ্ছে দুটো ব্যাপার। একঝাঁক নতুন মুখ নিয়েই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল।
![IND vs ENG: আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন রোহিত-বাটলার দ্বৈরথ? When and Where to Watch ENG vs IND first T20I Live Coverage on Live TV Online IND vs ENG: আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন রোহিত-বাটলার দ্বৈরথ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/aaacfe8a155704a55378ca9a791f64c71657163734_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: এজবাস্টন টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। প্রথম তিন দিন দুর্দান্ত ক্রিকেট খেলেও শেষ ২ দিনে বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে টেস্টে এখন অতীত। আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ফিট হয়ে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের আগে তাঁকে স্বস্তি দিচ্ছে দুটো ব্যাপার। একঝাঁক নতুন মুখ নিয়েই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছেন রোহিত।
আজকের ম্যাচ
আজা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড
কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে সাদাম্পটনের রোজ বোলে স্টেডিয়ামে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্য়ান্ড এই টি-টোয়েন্টি ম্য়াচটি শুরু হবে রাত ১০.৩০টায়
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে
আশাবাদী রোহিত শর্মা
বুধবার সাংবাদিকদের রোহিত বলেন, 'সুস্থ হয়ে উঠেছি। করোনা হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। যে সমস্ত খেলোয়াড়ের করোনা হয়েছে, তাদের এক একজনের সেরে ওঠার পর এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন হল প্র্যাক্টিস করছি। আরও ২-৩টে করোনা পরীক্ষা করিয়েছি। সবকটির ফলই নেগেটিভ। কোনও উপসর্গ নেই।'
রোহিত যোগ করেছেন, 'মাঠে ফেরা সবসময়ই ভাল অভিজ্ঞতা। তবে কিছু জিনিস কারও নিয়ন্ত্রণে থাকে না।' বুধবার প্র্যাক্টিসের ফাঁকে দীর্ঘক্ষণ তাঁকে ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। রোহিত বলছেন, 'লক্ষ্মণ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। জানতে চেয়েছি দল কেমন করেছে আয়ার্ল্যান্ডে। প্রস্তুতি কেমন হয়েছে। প্রত্যেকের ব্যাপারে আলাদা করে খোঁজ নিয়েছি।'
আরও পড়ুন: লন্ডনে জন্মদিন পালন, উইম্বলডনের মঞ্চে লাইমলাইট কাড়লেন ধোনি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)