এক্সপ্লোর
Advertisement
ড্রেসিংরুমে সচিনকে প্রথমবার দেখে ঘাবড়ে গিয়েছিলেন ধোনি
নয়াদিল্লি: ২০০৪-এ টিম ইন্ডিয়ায় প্রথম সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তখন ড্রেসিংরুমে সচিন তেন্ডুলকরের সঙ্গে আলাপ হওয়ার সময় কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক।তখন তিনি সচিনকে বারবার দেখছিলেন। বায়োপিক এমএস ধোনি-দ্য আনটোল্ট স্টোরি-র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মাহি।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায় ঝরে পড়েছে মাস্টারব্লাস্টার সম্পর্কে তাঁর অপরিসীম শ্রদ্ধা। ক্যাপ্টেন কুল বলেছেন, সচিন তাঁর কাছে ভগবানের মতো। যখন প্রথমবার ধোনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েছিলেন তখন দলের বৈঠকে এসেছিলেন সচিন। সেই সময় তিনি বারবার সচিনকে দেখছিলেন।
ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক ধোনি বলেছেন, ওই সিরিজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তাই দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খুব অল্প সময়ই কাটাতে পেরেছিলেন তিনি।
২০০৪-এ চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধোনির। ওই ম্যাচে কোনও রান না করেই রান আউট হয়ে গিয়েছিলেন তিনি। ম্যাচ অবশ্য ভারত ১১ রানে জিতেছিল।
ঝাড়খণ্ডের শ্যামলীতে ডিএভি জওহর বিদ্যামন্দিরে প্রাথমিক শিক্ষা লাভ করেন ধোনি। স্কুলের ফুটবল দলে গোলরক্ষক ছিলেন মাহি। কিন্তু স্কুলের কোচের কাছেই প্রথম উইকেটরক্ষক হিসেবে হাতেখড়ি হয় তাঁর। কোচ তাঁকে ক্রিকেটে উইকেটরক্ষক হওয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে ধোনি বলেছেন, আমার স্কুলের কোচ বলেছিলেন যে, ক্রিকেটের বল খুব ছোট, কিন্তু দস্তানা বড়। আর ফুটবল খুব বড়, কিন্তু হাত ছোট। তাই উইকেটকিপিং কর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement