Kyren Lacy Death: মাত্র ২৪ বছর বয়সেই মৃত্যু খেলোয়াড়ের! তদন্তে পুলিশ, কারণ নিয়ে ধোঁয়াশা
NFL Star Passes Away: কয়েকদিন আগেও বিতর্কে জড়িয়েছিলেন কাইরেন। তাঁকে একটি গাড়ি দুর্ঘটনার জন্য বিচারকের সামনে হাজির হতে হবে বলে জানানো হয়েছিল। যে দুর্ঘটনায় সী মার্কিন নৌসেনা কর্তার মৃত্যু হয়।

নয়াদিল্লি: বয়স মাত্র ২৪ বছর। অথচ হল মর্মান্তিক পরিণতি। অকালেই চলে গেল একটি প্রাণ। প্রয়াত হলেন কাইরেন লেসি (Kyren Lacy)। শনিবার রাতে এনএফএল তারকা কাইরেন লেসিকে তাঁর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, ট্রাফিক পুলিশ তাঁকে থামার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ায় পুলিশ তাঁর পিছনে ধাওয়া করে। এতে তাঁর গাড়ি দুর্ঘটনার শিকার হয়। বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ তাঁকে ধাওয়া করছে দেখে তিনি নিজেকে গুলি করেছেন। খবরে আরও দাবি করা হয়েছে, এর আগে তিনি বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিলেন এবং গুলিও চালিয়েছিলেন।
কয়েকদিন আগেও বিতর্কে জড়িয়েছিলেন কাইরেন। তাঁকে একটি গাড়ি দুর্ঘটনার জন্য বিচারকের সামনে হাজির হতে হবে বলে জানানো হয়েছিল। যে দুর্ঘটনায় ৭৮ বছর বয়সী মার্কিন নৌসেনা কর্তা হরমন হলের মৃত্যু হয়েছিল। শনিবার রাত ১১টার পর কাইরেন লেসির পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াও হয়েছিল। অভিযোগ, লেসি বন্দুক বার করে গুলি চালান এবং সেখান থেকে চলে যান। আধঘণ্টা পরে একজন কনস্টেবল কাইরেন লেসিকে দেখতে পান এবং গাড়ি থামানোর জন্য বলেন। কিন্তু লেসি গাড়ি না থামিয়ে পালিয়ে যান, ফলে তাঁর পিছনে পুলিশ ধাওয়া করে যায়। এতে লেসির গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পুলিশ কর্মকর্তারা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁরা দেখেন যে কাইরেন লেসির গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে।
কাইরেন লেসির গাড়ির দুর্ঘটনায় ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু
গত বছর ১৭ ডিসেম্বর লেসির গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। এতে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়, এরপর তিনি কোনও সাহায্য না করে বা কর্তৃপক্ষকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চলতি বছর ১২ জানুয়ারি লেসি আত্মসমর্পণ করেন, কিন্তু পরে ১৫১,০০০ ডলার জামিনে তাঁকে মুক্তি দেওয়া হয়। লেসির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, গুন্ডামি এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছিল। সোমবার বিচারপতির সামনে তাঁর শুনানির কথা ছিল।
BREAKING! LSU superstar Kyren Lacy allegedly took his own life last night.
— Hoops (@HoopMixOnly) April 13, 2025
He was previously considered a potential first-round pick in the NFL 💔 pic.twitter.com/gX9g97JGQj
৪ বছরের কেরিয়ারে ৬৪টি ম্যাচ খেলেছেন
লেসির জন্ম ২০০০ সালের ২৭ ডিসেম্বর। তিনি আমেরিকান ফুটবলে (NFL) ওয়াইড রিসিভার ছিলেন। তিনি Louisiana Ragin's Cajuns এবং LSU Tigers-এর হয়ে খেলতেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় Louisiana Ragin's Cajuns-এর হয়ে ২০২০ এবং ২০২১ সালে মোট ২৫টি ম্যাচ খেলেছেন। Louisiana State Tigers-এর হয়ে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি ৩৯টি ম্যাচ খেলেছেন।






















