জানেন, হোয়াইটওয়াশের দিন মুখে কেন গোলাপি জিঙ্ক মাখলেন কিউইরা?
৫-০-তে সিরিজ জয় ভারতের।
মাউন্ট মাউনগানুই: অকল্যান্ড, হ্যামিলটন, ওয়েলিংটনের পর আজ মাউন্ট মাউনগানুইতেও হার নিউজিল্যান্ডের। অন্যদিকে ৫-০-তে সিরিজ জয় ভারতের। বে ওভালে ৭ রানে পরাজিত হয় ব্ল্যাকক্যাপসরা। ঘরের মাঠে এমন হতশ্রী হারের দিনই নিউজিল্যান্ডের মান বাঁচাল মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটে জয় পেল হোয়াইট ফার্নসরা।
12 overs into the Indian batting innings at Bay Oval. India 101/2 Bennett dismissing Rahul for 45 in the 12th. Pink zinc on in support of the @WHITE_FERNS ahead of the @T20WorldCup. LIVE scoring | https://t.co/C9zslxZiaE #NZvIND pic.twitter.com/0bK6ixinhR
— BLACKCAPS (@BLACKCAPS) February 2, 2020
এদিন হোয়াইট ফার্নসের সমর্থনেই মুখে গোলাপি জিঙ্ক মেখে মাঠে নামেন কিউই ক্রিকেটাররা। মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, টিম সাইফার্ট, রস টেলর ও টিম সাউদিদের মতো একাধিক ক্রিকেটারদের মুখে দেখা যায় গোলাপি জিঙ্ক। ব্ল্যাকক্যাপসদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই জানানো হয়, হোয়াইট ফার্নসদের (নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল) সমর্থনে এই গোলাপি জিঙ্ক ব্যবহার করা হয়েছে। নিউজিল্যান্ডের মহিলা দলের জার্সিতে গোলাপি ও কালো রঙের সংমিশ্রণ রয়েছে। সেই রঙের কথা মাথায় রেখেই এমন অভিনব কায়দায় মহিলা দলকে সমর্থন জানিয়েছে ব্ল্যাকক্যাপস।
NINE WICKET WIN! We start the T20s in style here at @BayOvalNZ 🏏 Over to you @BLACKCAPS 😜#NZvSA #cricketnation pic.twitter.com/5GbDLuE2z2
— WHITE FERNS (@WHITE_FERNS) February 2, 2020