এক্সপ্লোর
Advertisement
দেখুন, সৌরভের বিসিসিআই সভাপতি হতে বাধা কোথায়
কলকাতা: সুনীল গাওস্কর যতই বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে চান না কেন, লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সিএবি সভাপতির পক্ষে আপাতত বিসিসিআই সভাপতি হওয়া সম্ভব নয়। কারণ, কেউ যেমন একই পদে তিন বছরের বেশি থাকতে পারবেন না, তেমনই একটি পদে থাকার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য পদ গ্রহণ করা যাবে না। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর সিএবি সভাপতি হন সৌরভ। এই পদে তাঁর মেয়াদ শেষ হয়নি। ফলে সৌরভের পক্ষে এখনই বিসিসিআই-এর পদ গ্রহণ করা সম্ভব নয়।
আরও পড়ুন, বিসিসিআই সভাপতি পদে সৌরভই যোগ্যতম, মনে করছেন গাওস্কর
সৌরভ নিজেও বিসিসিআই-এর বদলে সিএবি নিয়েই ভাবছেন। লোঢা কমিটির সুপারিশ কার্যকর করার উদ্যোগ নিয়েছেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়ে বাংলার মহারাজ বলেছেন, ‘আমার নাম নিয়ে আলোচনা না করাই ভাল। আমি এখনও দু বছর সিএবি সভাপতি থাকব। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি পদে তিন বছরের বেশি থাকা যাবে না। তাই আমার বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা নেই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement