Ind vs WI: ক্যারিবিয়ান পরীক্ষার জন্য তৈরি দল, তুরুপের তাস তরুণরা, জানালেন আত্মবিশ্বাসী ধবন
Shikhar Dhawan: সিরিজ শুরুর আগে ধবন বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন দলের তরুণরা।
নয়াদিল্লি: গত বছর এই সময়েই শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফের জাতীয় দলের অধিনায়ক হিসাবে একটি পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামতে চলেছেন শিখর ধবন (Shikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs WI)। যে সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির বাঁহাতি ক্রিকেটার।
আর সিরিজ শুরুর আগে ধবন বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন দলের তরুণরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। যে ভিডিওতে ধবন বলেছেন, 'আমরা এই সফর উপভোগ করব। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তবে আমি মনে করি ছেলেরা ভালভাবে তৈরি হয়ে গিয়েছে। ওরা শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে তাই নয়, প্রস্তুতিও সেরে রেখেছে।'
ধবন যোগ করেছেন, 'এই সিরিজে দলের যে তরুণরা রয়েছে তারা কিন্তু পরিণত। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাবে। আইপিএলেও ভাল খেলেছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমাদের সিরিজটা ভালই কাটবে বলে আশাবাদী। ইংল্যান্ডে দারুণ একটা সিরিজ জিতে আসছি। তবে সবাই নিজেদের সেরাটা দিতে পারেনি।'
'West Indies is a great opportunity for the youngsters to get exposure and play, says #TeamIndia ODI Captain @SDhawan25 ahead of #WIvIND series. pic.twitter.com/PBelvII28c
— BCCI (@BCCI) July 21, 2022
এদিকে, চোট সারিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরার কথা ছিল তাঁর। টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তার আগেই বড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল (KL Rahul)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ান ডে সিরিজ খেলতে শিখর ধবন, আবেশ খানরা ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন। ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টির লড়াই।
আরও পড়ুন: ধবনদের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যেতে বোর্ডের খরচের বহর শুনলে চমকে উঠবেন