এক্সপ্লোর
Advertisement
সৌরভ আইসিসি সভাপতি হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাঁর পিসিবি-র সমর্থন দরকার নেই, মত দানিশ কানেরিয়ার
পাকিস্তানের হয়ে টেস্টে ২৬১ উইকেট নেন কানেরিয়া। এক্ষেত্রে তাঁর আগে শুধু ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও ইমরান খান।
নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শেষপর্যন্ত আইসিসি সভাপতি হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে তিনি যেভাবে অন্য দেশগুলি থেকে সমর্থন পাচ্ছেন, তাতে তাঁর এই পদে বসার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ আগেই বলে দিয়েছেন, সৌরভ আইসিসি সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি। এবার পাকিস্তানের বিতর্কিত লেগ-স্পিনার দানিশ কানেরিয়াও বাংলার মহারাজের সমর্থনে মুখ খুললেন। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচে স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া কানেরিয়া জানিয়েছেন, সৌরভ আইসিসি সভাপতি হলে তিনি ফের নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাবেন। তাঁর আশা, সেক্ষেত্রে আইসিসি-র কাছ থেকে ইতিবাচক জবাব পাবেন।
পাকিস্তানের হয়ে টেস্টে ২৬১ উইকেট নেন কানেরিয়া। এক্ষেত্রে তাঁর আগে শুধু ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও ইমরান খান। কিন্তু ভাল পারফরম্যান্সের পরেও স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি নির্বাসিত হন। ২০১২ সালে এসেক্সের হয়ে খেলার সময় তিনি স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। শুরুতে এই অভিযোগ অস্বীকার করলেও, ২০১৮ সালে তিনি স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া জানিয়েছেন, ‘আমি অবশ্যই সৌরভের কাছে আবেদন জানাব। আশা করি তখন আইসিসি আমাকে সাহায্য করবে। সৌরভ দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। তিনি তারতম্য বোঝেন। আইসিসি সভাপতি হওয়ার জন্য তাঁর চেয়ে যোগ্য কোনও প্রার্থী নেই। ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দেন সৌরভ। এরপর মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সৌরভ এখন বিসিসিআই সভাপতি। আমার বিশ্বাস, তিনি আইসিসি সভাপতি হলে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাঁর আইসিসি সভাপতি হওয়ার জন্য পিসিবি-র সমর্থন দরকার নেই। তিনি নিজের জোরেই আইসিসি সভাপতি হতে পারবেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement