Viral News: পাত্রের সিবিল স্কোর খারাপ, পাকা কথা বলতে এসে বিয়েই ভেঙে দিল কনে-পক্ষ !
Maharashtra Groom Gets Rejected: ছেলের বাড়ির লোক এবং মেয়ের বাড়ির লোক একত্রে বিয়ের পাকা কথা বলার জন্য একজোট হয়েছিলেন। কিন্তু এই সময়েই অবস্থা বদলে যায়। ঘুরে যায় ঘটনার মোড়।

মহারাষ্ট্র: বিয়ে মানে শুধু যে দুটি মানুষের একত্র থাকা তা নয়, বিয়ে মানে অনেকের কাছেই দুটি ভিন্ন পরিবারের মিলন। দুটি ভিন্ন চিন্তা, ভিন্ন মানসিকতা এবং আরও অনেক ভিন্নতার মিলন ঘটে বিবাহের মাধ্যমে। আর তাই বিবাহ পরবর্তী জীবন (Viral News) ভাল রাখতে গেলে দুটি পরিবারকেই একই ছাতার তলায় আসতে হয়। এখনকার যুগে প্রযুক্তি এত উন্নত হয়ে গিয়েছে যে বিয়ের পাকা কথা বলতে এসে এক অদ্ভুত যুক্তিতে মেয়ের বাড়ির লোক বিয়ের সম্বন্ধ (Wedding Ceremony) ভেঙে দেয়। সিবিল স্কোর (CIBIL Score) খারাপ থাকার কারণে এক যুবকের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দিল পাত্রীপক্ষ।
সংবাদসূত্রে জানা গিয়েছে এই অদ্ভুত ঘটনা আর তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপুল শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ছেলেদের আর্থিক খুঁটি কত শক্তপোক্ত হওয়া দরকার তা নিয়েই আলোচনা চলছে নেটদুনিয়ায়। সংবাদমাধ্যম অনুসারে ছেলের বাড়ির লোক এবং মেয়ের বাড়ির লোক একত্রে বিয়ের পাকা কথা বলার জন্য একজোট হয়েছিলেন। কিন্তু এই সময়েই অবস্থা বদলে যায়। ঘুরে যায় ঘটনার মোড়। মেয়ের বাড়ির তরফে পাত্রীর এক কাকা পাত্রের সিবিল স্কোর যাচাই করে নেওয়ার জন্য বলেন। আর তাতেই ঘটে বিপত্তি।
পাত্রের সিবিল স্কোর দেখে সেই পাত্রীর কাকা মোটেই খুশি হননি। পাত্রীপক্ষ দেখে অবাক হয়ে যান যে ছেলেটির নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে অনেক ঋণ নেওয়া আছে। আর তাই তার সিবিল স্কোর খুবই কম রয়েছে। আর এই কম সিবিল স্কোর থাকা নির্দেশ করে খারাপ ক্রেডিট হিস্ট্রি। এর মানে দাঁড়ায় সময়মত টাকা না দেওয়া, ঋণের ডিফল্টার হয়ে যাওয়া এবং আর্থিক অস্থিতিশীলতা। পাত্রের আর্থিক সামর্থ্য দেখে বুঝে মেয়েটির কাকা এই বিয়ে বাতিল করার জন্য জোর দেন কারণ ছেলেটির আর্থিক চাপের কারণে তাদের মেয়ের সঙ্গে বিয়ে হলে তা ভাল হবে না। তাদের দুজনের সম্বন্ধ ভাল হবে না এতে। পাত্রীর পরিবারের সকলেই একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল যে বিয়ের পরে মেয়েকে সেই পাত্র কতটা আর্থিক নিরাপত্তা দিতে পারবে কারণ তার মাথার উপর আগে থেকেই বহু টাকার ঋণের বোঝা চেপে আছে।
আরও পড়ুন: Chocolate: দিনে কতটা চকলেট খেলে মন ভাল থাকবে, সমস্যাও হবে না ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
