Novak Djokovic: ''এখানেই শেষ নয়...", ফের উইম্বলডনে ফিরে আসার বার্তা দিয়ে গেলেন জোকার
Wimbledon 2025: ২৫ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে সঠিকভাবেই এগিয়ে যাবেন। কিন্তু সেমির দরজা টপকাতে পারলেন না নোভাক। অন্য়দিকে জ্যানিক সিনার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কার্লোস আলকারাজের।

লন্ডন: ২০১৭ সালের পর উইম্বলডনের ফাইনালে প্রথমবার দেখা যাবে না নোভাক জকোভিচকে। সেমিফাইনালে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। বিশ্বের এক নম্বর ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে জোকার ম্য়াচ হেরে যান ৩-৬, ৩-৬, ৪-৬ ব্যবধানে। চোটের জন্য কোয়ার্টার ফাইনাল থেকেই ভুগছিলেন। তবুও চেষ্টা করেছিলেন যে ২৫ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে সঠিকভাবেই এগিয়ে যাবেন। কিন্তু সেমির দরজা টপকাতে পারলেন না নোভাক। অন্য়দিকে জ্যানিক সিনার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কার্লোস আলকারাজের।
ম্য়াচের পর জোকার জানিয়ে দিয়েছেন যে এখনই তিনি তাঁর উইম্বলডন কেরিয়ার শেষ করার চিন্তাভাবনা করছেন না। কিংবদন্তি টেনিস তারকা জানান, ''আমি আমার উইম্বলডন কেরিয়ার এখানেই শেষ করার কথা ভাবছি না। আমি ফের ফিরে আসব উইম্বলডনে। আবার এখানে খেলতে আসব। আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করব।'' যদিও বয়স যে মাঝে মাঝে তাঁর পারফরম্য়ান্সে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা বুঝিয়ে দিয়েছেন জোকার। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ''গত এক দেড় বছর ধরে আমি বাস্তবটা বুঝতে পারছি। আমি এই বছরও প্রত্যেক গ্র্যান্ডস্লামের সেমিতে পৌঁছেছিলাম। কিন্তু আমাকে আলকারাজ ও সিনারের বিরুদ্ধে খেলতে হবে। আমার মনে হয় যে সেমিফাইনালে আমি অর্ধেক শক্তি নিয়ে নেমেছিলাম। তাই পারলাম না।''
সবচেয়ে বড় কথা, সিনার সেমিফাইনালে শুক্রবার জোকারকে কার্যত দাঁড়াতেই দিলেন না। স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন। মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে ম্যাচ জিতে নিলেন সিনার। ৬-৩, ৬-৩ ও ৬-৪ স্ট্রেট সেটে জকোভিচের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন ইতালির তারকা। ২০২৩ সালের সেমিফাইনালে এই জকোভিচের কাছেই স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন সিনার। সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন ২৩ বছর বয়সী তারকা।
২০১৭ সালের পর এই প্রথম উইম্বলডন ফাইনালে খেলবেন না জকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে শেষবার তিনি পাইনালের আগে বিদায় নিয়েছিলেন যেবার রজার ফেডেরার মারিন চিলিচকে হারিয়ে অষ্টম উইম্বলডন খেতাব জিতেছিলেন।
জকোভিচের রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সার্বিয়ার মহাতারকাকে টানা ৫ ম্যাচে হারালেন সিনার। সব মিলিয়ে এটিপি ট্যুরে জকোভিচের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৬-৪ এগিয়ে সিনার। ১৯৯৫ সাল থেকে শুরু করে পঞ্চম পুরুষ টেনিস প্লেয়ার হিসাবে চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই উঠলেন সিনার। রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারের সঙ্গে একাসনে বসলেন। জিম ক্যুরিয়রের পর ওপেন জমানায় দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার।


















