Women Rankings: দুরন্ত ফর্মের সুফল পেলেন স্মৃতি, ব়্যাঙ্কিংয়ে দুই ফর্ম্যাটেই এগোলেন তারকা ওপেনার
Smriti Mandhana: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক মোট, ১১১ রান করেছিলেন ২৬ বছর বয়সি স্মৃতি। প্রথম ওয়ান ডেতে করেন ৯১ রান।
![Women Rankings: দুরন্ত ফর্মের সুফল পেলেন স্মৃতি, ব়্যাঙ্কিংয়ে দুই ফর্ম্যাটেই এগোলেন তারকা ওপেনার Women Rankings: Smriti Mandhana makes huge jump, Renuka Thakur enters top 10 Women Rankings: দুরন্ত ফর্মের সুফল পেলেন স্মৃতি, ব়্যাঙ্কিংয়ে দুই ফর্ম্যাটেই এগোলেন তারকা ওপেনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/31a9c9980ce53e01f1ea882132dbe1df1663683710328507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও, নিজের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। নিজের ভাল পারফরম্যান্সের সুফলও পেয়ে গেলেন ভারতের তারকা ওপেনার। সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (Women T20 Rankings) ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে এলেন স্মৃতি। অজি তারকা বেথ মুনির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মৃতি।
দুই ফর্ম্যাটে এগোলেন স্মৃতি
আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটারদের তালিকায় মুনির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন স্মৃতি। বহুদিন ধরেই অজি তারকাদ্বয় মুনি এবং মেগ ল্য়ানিং শীর্ষ দুই স্থানে নিজেদের দাপট দেখিয়েছেন। তবে মুনি এক নম্বরে থাকলেও, স্মৃতির উত্থানে একধাপ নীচে তিনে নেমে গেলেন ল্যানিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক, মোট ১১১ রান করেছিলেন ২৬ বছর বয়সি স্মৃতি। এর সুবাদেই তিনি চার নম্বর থেকে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন। মুনির থেকে ১২ কম, ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন স্মৃতি।
৭২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ল্যানিং। স্মৃতির ওপেনিং পার্টনার শেফালি ভার্মা ৬৬৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন। তবে স্মৃতি কিন্তু শুধু টি-টোয়েন্টি নয়, বরং ওয়ান ডে ব়্যাঙ্কিংয়েও উন্নতি করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় ওপেনার ৯১ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। স্মৃতির ব্যাটে ভর করেই ভারত প্রথম ওয়ান ডে নিজেদের নামে করে। এই পারফরম্যান্সের সুবাদেই স্মৃতি ওয়ান ডে ব্যাটারদের তালিকায়ও তিন ধাপ এগিয়ে বর্তমানে সাত নম্বরে রয়েছেন। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও ওয়ান ডে ব্যাটারদের তালিকায় প্রথম দশে প্রবেশ করেছেন।
বোলারদের তালিকায় উন্নতি দীপ্তি, রেণুকার
হরমনপ্রীত বর্তমানে নয় নম্বরে রয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়াও আট ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন। স্মৃতির পাশাপাশি তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে অর্ধশতরান করেছিলেন। ভারতীয় তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা একই ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। তিনি ওয়ান ডে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় রেণুকা ঠাকুরও (Renuka Thakur) তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন। ঝুলন গোস্বামীও ওয়ান ডেতে অলরাউন্ডারে তালিকায় দুই ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন। দীপ্তি একধাপ এগিয়ে উঠে এসেছেন ছয় নম্বরে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বধির ক্রিকেটারদের জন্য ক্রিকেট সরঞ্জামের ব্যবস্থা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)