(Source: ECI/ABP News/ABP Majha)
Harmenpreet Kaur Corona Positive করোনা আক্রান্ত হরমনপ্রীত কউর
করোনা আক্রান্ত হরমনপ্রীত কউর
নয়াদিল্লি : এবার করোনার থাবায় হরমনপ্রীত কউর। মৃদু উপসর্গ থাকায় সোমবার কোভিড টেস্ট হয়েছিল ভারতীয় মহিলা দলের টি২০ অধিনায়কের। আজ সকালে তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে। রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন হরমন।
চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। মাঝে একদিনের সিরিজ চলাকালীন পঞ্চম ম্যাচে (১৭ মার্চ) চোট পেয়েছিলেন তিনি। তাই মনে করা হচ্ছে সিরিজ শেষের পরই ভাইরাসের সংক্রমণে পড়েন তিনি।
এক সূত্র জানিয়েছে, 'চারদিন ধরে জ্বরে ভুগছিলেন হরমনপ্রীত। মৃদু উৎসর্গ থাকায় গতকাল করোনা টেস্ট করানোন হয়। আজকে রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনও সমস্যা নেই, তবে রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইশোলেশনে চলে গিয়েছেন হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার সময় নিয়মিত ব্যবধানে কোভি টেস্ট হয়েছিল, তাই সম্ভবত সিরিজের পরই ভাইরাসের সংক্রমণে পড়েছেন তিনি।' দীর্ঘ ১২ মাসের পর একদিনের ক্রিকেটে ফেরে মহিলা টি২০ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের আন্তর্জাতিক ও টি২০ দুটি সিরিজেই হারে ভারত।
এমনিতেই গোটা ভারতজুড়ে ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় টেউ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল। গত অক্টোবর মাসের পর একদিনে সংক্রমণের ভিত্তিতে যা ছিল সর্বোচ্চ।
(আরও পড়ুন অক্টোবরের পর সর্বোচ্চ, দৈনিক করোনা সংক্রমণ পৌঁছল ৬৮ হাজারে )
কিছুদিন আগেই করোনা সংক্রামিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। তারপর মাস্টার ব্লাস্টারের সঙ্গে রোড সেফটি সিরিজে খেলা ইউসুফ পাঠান, ইরফান পাঠানরাও কোভিডের সংক্রমণে পড়েন।
(আরও পড়ুন এবার করোনা আক্রান্ত ইরফান, কাঠগড়ায় রোড সেফটি সিরিজ )
এমনিতেই মহারাষ্ট্র, পঞ্জাবের মতো বেশ কিছু রাজ্য করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফিউ জারি করা হয়েছে মহারাষ্ট্রে। সঙ্গে বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা, দূরত্ববিধি মেনে চলা থেকে আরও একাধিক বিধি নিষেধ লাগু করা হয়েছে সেখানে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )