পুরুষদের খেলার সঙ্গে মহিলা ক্রিকেটের তুলনা টানা অর্থহীন, মত মিতালির
নয়াদিল্লি: ভারতীয় মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপ ফাইনালে হয়ত জিততে পারেননি। কিন্তু, ফাইনালে উঠে তাঁরা সকলেই দেশবাসীর হৃদয় জয় করেছেন।
গোটা টুর্নামেন্টে তাঁরা সেরা পারফরম্যান্স মেলে ধরে দেশকে গর্বিত করেছেন। ফাইনালে হারের দুঃখ মেলাতে হয়ত কিছুটা সময় লাগবে, তবে অধিনায়ক মিতালি রাজ জানান, এত মানুষ ফাইনালে তাঁদের সমর্থন জানাবেন তাঁরা কল্পনাও করতে পারেননি।
ভারতের প্রমীলা বাহিনীর এই পারফরম্যান্সের পর পুরুষ ক্রিকেটের সঙ্গে মহিলা ক্রিকেটের তুলনাও টানতে শুরু হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু, ভারত অধিনায়কের মতে, পুরুষ ক্রিকেটের সঙ্গে মহিলা ক্রিকেটকে মেলানো ঠিক নয়।
মিতালি বলেন, আমি সকলকে আহ্বান করছি, মহিলা ক্রিকেটের সঙ্গে পুরুষ ক্রিকেটের তুলনা না টানতে। মহিলা ক্রিকেটের একটা পৃথক পরিচয় রয়েছে। সকলের উচিত তাকে সেভাবেই দেখা।
ভারতের এই পারফরম্যান্সের ফলে, দেশে মহিলা ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ যে বহুগুণ বেড়ে গিয়েছে, তা স্বীকার করে নিয়েছেন মিতালি। বলেন, মহিলা ক্রিকেটের জন্য এটা ভাল লক্ষণ। মহিলা ক্রিকেট দলের সকল সদস্য এখন সেলিব্রিটি।
অধিনায়ক যোগ করেন, আগে লোক দু-এক জন মহিলা ক্রিকেটারদের চিনত। বাকিরা অপিরিচিতই থাকতেন। কিন্তু, এখন সকলেই মহিলা ক্রিকেটারদের চিনতে শুরু করেছেন। জানেন, দলে এঁদের কার ভূমিকা ঠিক কী।